শিরোপা রিয়ালের প্রাপ্য : মেসি
গত দুই মৌসুমে লা লিগায় আধিপত্য ছিল বার্সেলোনার। এবারও শীর্ষস্থান ধরে রেখেই এগোচ্ছিল কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। ব্যর্থতার চেপে শেষ পর্যন্ত লিগ টাইটেলও হারাল বার্সা।
বার্সেলোনার এই ব্যর্থতার সুযোগে শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। বার্সা অধিনায়ক মেসি জানালেন, এই শিরোপা রিয়ালেরই প্রাপ্য ছিল। সেইসঙ্গে ভুল থেকে শিক্ষা নিয়ে সতীর্থদের ঘুরে দাঁড়ানো আহ্বান জানালেন আর্জেন্টাইন তারকা।
মৌসুমে লম্বা সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল বার্সেলোনা। দারুণ ছন্দে ছিলেন মেসি নিজেও। এবারের আসরেও সর্বোচ্চ গোলদাতা তিনি। অথচ লিগ শিরোপা জিতে নিল রিয়াল।
একই দিনে অন্য ম্যাচে ওসাসুনার বিপক্ষে গোল করেও দলকে বাঁচাতে পারেননি মেসি। ২-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচ শেষে ব্যর্থতা সম্পর্কে মেসি বলেন, ‘আমরা এভাবে শেষ করব, আশা করিনি। সাফল্য পাওয়ার জন্য যা কিছু দরকার ছিল, রিয়াল সেটাই করেছে। দীর্ঘ বিরতির পর লিগ ফের চালু হওয়ার পর তারা খুব ভালো করেছে। অথচ আমরা পয়েন্ট হারিয়েছি, যা আমাদের করা উচিত হয়নি। আমাদের আত্মসমালোচনা করতে হবে এবং পেছনে ফিরে তাকিয়ে দেখতে হবে আমরা কী কী ভুল করেছি।’
আর্জেন্টাইন তারকা আরো বলেন, ‘মৌসুমের দিকে ফিরে তাকিয়ে বলতে হয়, অবশ্যই রিয়ালের এটি (শিরোপা) প্রাপ্য। তবে অন্য দলের দিকে না তাকিয়ে আমরা কোথায় ভুল করেছি, তা নিয়ে কাজ করতে হবে।’