শিষ্যদের নিয়ে সন্তুষ্ট জেমি ডে
এসএ গেমসে ফুটবলে হার দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারাতে হয়েছে। অবশেষে তৃতীয় ম্যাচে আর হতাশ হতে হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল জেমি ডের শিষ্যরা।
গতকাল বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল। অবশ্য সুফিলের গোল ছাড়াও পুরো ম্যাচে বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পায় লাল-সবুজের দল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে বারবারই ব্যর্থ হয়েছেন তাঁরা।
অবশ্য কম ব্যবধানে জিতেও খুশি বাংলাদেশ দলের কোচ জেমি ডে। টিকে থাকার ম্যাচে এই জয়ে শিষ্যদের নিয়ে সন্তুষ্ট তিনি।
গতকাল ম্যাচ শেষে জেমি ডে বলেন, ‘ছেলেদের আজকের পারফরম্যান্সে খুশি। ম্যাচের শেষ দিকে কিছু সুযোগ নষ্ট না হলে আমরা আরো বেশি ব্যবধানে জিততে পারতাম। কিন্তু আমি ছেলেদের এ জন্য দোষ দেব না। কেননা তারা সারা বছর খেলার মধ্যে আছে।’
এই জয়ের মাধ্যমে আসরে পদকের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। দুই ম্যাচে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে নেপাল। তিন ম্যাচে একটি জয়, এক হার ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ।
আগামী রোববার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।