‘শুধু গায়ের রং নয়, এ সমাজে নানাভাবে বৈষম্য হয়’
বর্ণবৈষম্যের জের ধরে সারা বিশ্বে চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। এতে অংশ নিয়েছেন বিশ্বের ক্রিকেটাররাও। নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা গ্রহণ না করলেই একজন মানুষ বর্ণবাদী আচরণ করতে পারে বলে মন্তব্য করেন কিংবদন্তি এ ক্রিকেটার।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক জানিয়েছেন, মূল্যবোধ ছাড়া শিক্ষা যতটা অপ্রয়োজনীয়, একতরফা ইতিহাসও ততটাই ভয়ংকর। তাঁর কথায়, ‘আপনি কতটা শিক্ষিত, তার ওপর কিছুই নির্ভর করে না। এমন অনেক শিক্ষিত ব্যক্তিকে দেখেছি, যারা ভয়ংকর সব কাজ করেছে।’
মূল্যবোধ ছাড়া শিক্ষা যে অন্যের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটাই জানালেন সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘আপনার শিক্ষার মধ্যে যদি নৈতিক মূল্যবোধই না থাকে, তার কোনো মূল্য নেই। প্রকৃত শিক্ষিত হয়েই কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি দেওয়া যায়। ভুল ধারণার বিরুদ্ধে লড়াই করা যায়। আপনি শিক্ষা যদি মূল্যবোধের ভিত্তিতে গ্রহণ না করেন, তাহলেই কেবল আপনার দ্বারা এমন আচরণ (বর্ণবাদ) সম্ভব। আমাদের শিক্ষিত হতে হবে। মুক্তমনা হতে হবে। সবচেয়ে জরুরি, চোখ খুলতে হবে। তা না হলে কিছুই বদলাবে না। আর রাতারাতি এ পরিবর্তন হবেও না।’
বর্ণবৈষম্য ছাড়াও সমাজে আরো অনেক ধরনের বিদ্বেষের শিকার হন সাধারণ মানুষ ও খেলোয়াড়রা। সব ধরনের বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য সঠিক ইতিহাস জানার অনুরোধ সাঙ্গাকারার, ‘বর্ণবাদ শুধু গায়ের রং নিয়ে নয়। আরো অনেক ধরনের বর্ণবাদী আচরণ দেখা যায় সমাজে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সন্তানদের সঠিক ইতিহাস শেখানো উচিত। যে ইতিহাস ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলতে শেখায়। স্যানিটাইজ করা ইতিহাস পড়িয়ে কোনো সমস্যার সমাধান হবে না। যখনই আসল ইতিহাস জানতে শুরু করবে, আচরণেও পরিবর্তন লক্ষ করা যাবে। প্রত্যেককে বুঝতে হবে, এটাই সভ্যতার শেষ নয়। এখনো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। এভাবে যেদিন সমাজ বুঝতে শিখবে, সেদিন থেকে আর কোনো বিদ্বেষ থাকবে না।’