শুরুর ম্যাচে বায়ার্নের গোল উৎসব

Looks like you've blocked notifications!
বুন্দেসলিগায় ২০২০-২১ মৌসুমে নিজেদের শুরুর ম্যাচের দারুণ জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শালকের জালে গোল উৎসব করেছে তারা। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই বন্ধ স্টেডিয়ামে ২০১৯-২০ মৌসুমে বুন্দেসলিগার শিরোপা উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগটির নতুন মৌসুম শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। আসরে নিজেদের প্রথম ম্যাচেই শালকের জালে গোল উৎসব করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আট গোলের ম্যাচে শালকেকে উড়িয়ে দিয়েছে হ্যান্স ফ্লিকের দল।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গতকাল দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে শালকেকে ৮-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

টুর্নামেন্টটির ইতিহাসে কোনো আসরের প্রথম সপ্তাহে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

গোল উৎসবের ম্যাচে তিন গোল করেছেন জিনাব্রি। এ ছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন রবার্তো লেভানদোভস্কি, লেয়ন গোরেটস্কা, টমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত টানা ২২ ম্যাচে অপরাজিত বায়ার্ন। শেষ গত বছর ডিসেম্বরে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে হেরেছিল জার্মান চ্যাম্পিয়নরা। এরপর টানা চলছে বায়ার্নের জয় উৎসব।

গতকাল নিজেদের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। গোলের খাতা খোলেন জিনাব্রি। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। ৩১ মিনিটে জালের দেখা পান গত মৌসুমের সর্বাধিক গোল করা লেভানদোভস্কি। ডি-বক্সে ফাউলের তিনি ফাউলের শিকার হন। ফলে রেফারি পেনাল্টি দেন। সেখান থেকে সহজ স্পট কিকে গোল আদায় করে নেন পোলিশ স্ট্রাইকার।

বিরতির পর নিজের দ্বিতীয় গোলের দেখা পান জিনাব্রি। এরপর ৫৯ মিনিটে পূরণ করেন আসরে নিজের প্রথম হ্যাটট্রিক। ৬৯ মিনিটে পরের গোল আসে মুলারের পা থেকে। দুই মিনিট বাদে স্কোর লাইন ৭-০ করেন সানে। আর শেষের দিকে ১৭ বছর বয়সী মুসিয়ালার গোলে ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

১৮টি দলের ৩০৬ ম্যাচ চলবে ১৮ সেপ্টেস্বর-২০২০ থেকে ২০২১ সালের ১৫ মে পর্যন্ত। চলবে জার্মানির শীর্ষ ফুটবল লিগের ৫৮তম আসরের শিরোপা লড়াই। অবশ্য লড়াই বললে ভুল হবে। কারণ, বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের আধিপত্য। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক ১৯ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন।