শেন ওয়ার্নকে বিদায় জানাল পরিবার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/20/shane-warne.jpg)
প্রয়াত শেন ওয়ার্নকে বিদায় জানিয়েছে পরিবার-বন্ধুরা। আজ রোববার রুদ্ধদ্বার আয়োজনে বিদায় জানানো হয় এই কিংবদন্তি স্পিনারকে। মেলবোর্নের সেন্ট কিলদা ফুটবল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর তিন সন্তান, বাবা-মা ও বন্ধু মিলিয়ে মোট ৮০ জন।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বর্ডার ও মার্ক টেলর উপস্থিত ছিলেন। ওয়ার্নের ঘনিষ্ঠ বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও এই সময় উপস্থিত ছিলেন।
শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজন পাদ্রী। ছেলে জ্যাকসন শেষকৃত্যের কাজ সারেন। গত ১৫ দিনের বেশি সময় কফিনবন্দি রাখা হয়ে ছিল তাঁর মরদেহ।
![](http://www.malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/20/worne-2.jpg)
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, আগামী ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে ওয়ার্নকে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সাধারণ মানুষের উপস্থিতিতে বিদায় জানানো হবে প্রয়াত তারকাকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ কয়েকজন মন্ত্রী এই সময় উপস্থিত থাকতে পারেন। ওয়ার্নের সাবেক সতীর্থরাও এই সময় থাকবেন।
এমসিজি ওয়ার্নের প্রিয় মাঠ। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিক এবং ২০০৬ সালে বক্সিং ডে টেস্টে ৭০০তম টেস্ট উইকেট তুলে নিয়ে ছিলেন তিনি।
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওয়ার্নের। সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।