শেষ পর্যন্ত সাফল্যের দেখা পেল রোনালদোর ম্যান ইউ
লিগের প্রথম দুই ম্যাচে চরম ব্যর্থতা। জিততেই পারছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় ম্যাচে এসে সে তারা জয়ের দেখা পেল। লিভারপুলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যান ইউ জিতেছে ২-১ গোলে।
ম্যান ইউর পক্ষে দুটি গোল করেন জেডন স্যানচো ও মার্কাস র্যাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ সালাহ।
নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এটি ম্যান ইউর প্রথম জয়।
ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় ম্যান ইউ। এলাঙ্গার পাস থেকে ডি-বক্সে ঢুকে প্লেসিং শটে গোলটি করেন তরুণ ইংলিশ ফরোয়ার্ড স্যানচো।
অনেক চেষ্টা করেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সাফল্য পেয়ে যায় তারা। ৫৩ মিনিটে পাল্টা আক্রমণে থেকে র্যাশফোর্ড ম্যান ইউকে সাফল্য এনে দেন। বক্সে ঢুকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৮১ মিনিটে ব্যবধান কমায় লিভারপুল সালাহ করেন গোলটি। আর্নল্ডের কর্নারে জোরাল শট নেন ফাবিও কারবাইয়ো, গোলরক্ষক বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বলে চমৎকার হেডে গোল করেন সালাহ।
এই জয়ের সুবাদে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে ম্যান ইউ। লিভারপুল ২ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে।