শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করলেন সাকিব-তামিমরা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা।

জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশেকে বহুদূর এগিয়ে নেওয়ার কথা জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পাতায় সাকিব লিখেছেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’

শদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনি লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ লিখেছেন, ‘এই শোক দিবসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকের মতে, বাংলাদেশকে আরও উন্নত করতে সবার প্রচেষ্টা সফল হলেই কেবল বঙ্গবন্ধুর স্বপ্ন সত্যি হবে। দেশের ইতিহাসের এই শোকাবহ দিনকে স্মরণ করে নিজের ফেসবুক পাতায় মুশফিক লিখেছেন, ‘আজ স্মরণ করতে চাই সেই দুর্ভাগ্যজনক সময়কে—যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যেরা নিহত হয়েছিলেন। মহান এই নেতার দেশের প্রতি অবদান অবিস্মরণীয়। বাংলাদেশকে আরও উন্নত করতে আমাদের সবার যে প্রচেষ্টা সেটা সফল হলেই কেবল, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

ক্রিকেটারেরা ছাড়াও স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস বিশেষভাবে পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ, পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।