শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তাসকিন-শরিফুল

Looks like you've blocked notifications!
পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ফাইল ছবি

আর কদিন বাদে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মে মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে লঙ্কান দলটি। আসন্ন সিরিজে ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি চায় এই দুই পেসার পূর্ণ ফিটনেস নিয়ে ফিরে আসুক।

গোড়ালির ইনজুরির কারণে শরিফুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেছিলেন। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের সময় তাসকিন তাঁর ডান কাঁধে চোট পেয়েছিলেন। পরবর্তী টেস্ট থেকে বাদ পড়েছিলেন। এখন ইনজুরির কারণে পুনর্বাসনে রয়েছেন তিনি।

আজ রোববার ক্রিকবাজকে জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের খেলার সম্ভাবনা নেই, শরিফুল সম্ভবত লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট মিস করবেন। তাসকিনের কাঁধে চোট, এখন সে পুনর্বাসনে রয়েছে। আমরা তাকে ইংল্যান্ডে পাঠাতে চাই। শরিফুলকেও চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে, এর জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’

বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা চাই তারা পুরোপুরি ফিট হয়ে ফিরে আসুক। কারণ আমাদের সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ আছে।’

এদিকে বিসিবি তাসকিনকে আইপিএলে না খেলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে। এ ব্যাপারে বিসিবির পরিচালক বলেন, ‘আমরা তাঁকে (তাসকিন) আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। এটি আমাদের মাথায় আছে।  তবে সেই সময়ের সিরিজটি আইপিএলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই আমরা ভাবছি কিভাবে তাকে ক্ষতিপূরণ দিতে পারি।’

বিসিবি সম্ভবত ২০২৭ সালে দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফর করবে। জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘২০২৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফর করতে পারি আমরা। ২০০৮ সালের পর এটিই হবে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সফর। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট। আমরা ইংল্যান্ড সফর করতে পারি কি না তাও দেখার চেষ্টা করছি। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।’

এদিকে ২০২৩ থেকে ২০২৭ সালের মধ্যে নতুন এফটিপি অনুযায়ী বাংলাদেশ ৭৬টি ওয়ানডে এবং ৭০ টি টি-টোয়েন্টি, ৭২ টি টেস্ট খেলবে বলে আশা করা হচ্ছে।