শ্রীলঙ্কায় জন্ম নিয়ে কি আমি ভুল করেছি : মুরালিধরন
শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের বায়োপিক নিয়ে নির্মিত হচ্ছে ‘৮০০’ নামে একটি সিনেমা। সম্প্রতি ‘৮০০’-এর ফার্স্টলুক প্রকাশ পায়। তবে হতাশার খবর হলো, লঙ্কান তারকার বায়োপিকের ফার্স্টলুক নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
গত ১৩ অক্টোবর ইউটিউবে একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে পর্দার মুত্তিয়া মুরালিধরন হিসেবে তামিল অভিনেতা বিজয় সেথুপাতিকে দেখা যায়। এর পরই শুরু হয় সমালোচনা। অনেকেই বিষয়টি রাজনীতি ইস্যুতে নিয়ে যাচ্ছেন। মুরালিধরনকে ‘বিশ্বাসঘাতক’ ঘোষণা দিয়ে তাঁকে নিয়ে নির্মিত ছবিতে সেথুপাতিকে অভিনয় না করার জন্য আহ্বান জানিয়ে আন্দোলন শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজনৈতিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও ভক্ত—সবাই চাচ্ছেন সেথুপাতি যেন এ সিনেমায় অভিনয় না করেন।
কিন্তু কেন এই আন্দোলন? মূলত এই আন্দোলনের সঙ্গে জড়িত লঙ্কান তামিল টাইগারদের সঙ্গে সরকার বাহিনীর গৃহযুদ্ধ। সমালোচকেরা বলছেন, ওই সময়ে স্বজাতি তামিলদের পাশে না দাঁড়িয়ে সরকারের পক্ষে ছিলেন মুরালিধরন। যার জন্য সমর্থকরা চাইছেন, তামিল তারকা সেথুপাতি যেন ওই সিনেমায় অভিনয় না করেন।
এ ছাড়া সমালোচকদের দাবি, এই ছবিতে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলদের ওপর অত্যাচারের চিত্র তুলে ধরা হয়েছে। যার জন্য সিনেমাটি বয়কটের দাবি তুলেছেন তাঁরা। সমালোচকদের এমন দাবি শুনে হতাশা প্রকাশ করেছেন লঙ্কান কিংবদন্তি। আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় জন্ম নেওয়া কি আমার ভুল ছিল?’
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুরালিধরন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই আছেন লঙ্কান স্পিনার। সেখান থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমি জানি, যুদ্ধের যন্ত্রণা ও এর ফলে কেমন ক্ষয়ক্ষতি হয়। আমি মানুষকে হত্যার পক্ষে কখনো সমর্থন করিনি। এর পক্ষে সমর্থন করিও না। আমি এক যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় হয়েছি। যুদ্ধের পরবর্তীকালে যে ভয়াবহতা ও বেদনা সৃষ্টি হয়েছিল, সেটাই আমি সকলের সঙ্গে ভাগ করতে চাই। আমরা শ্রীলঙ্কায় ৩০ বছরের বেশি সময় ধরে যুদ্ধের মধ্যে থেকেছি। কীভাবে আমি ক্রিকেট দলে যোগ দিতে পেরেছি এবং ওই পরিস্থিতি থেকে নিজেরা কীভাবে সাফল্যের স্বাদ পেয়েছি, সে গল্পই বলা হচ্ছে ‘৮০০’-তে। তবে যেহেতু আমি শ্রীলঙ্কায় জন্মেছি, তাই আমি আমার জীবনের গল্প তুলে ধরতে পারব না?”
সাবেক এই তারকা আরো বলেন, ‘আমি শ্রীলঙ্কান দলের অংশ বলেই আমাকে নিয়ে এসব ভাবা হচ্ছে। ভারতের তামিলে জন্ম নিলে আমি ভারতের দলেই খেলার চেষ্টা করতাম। আমি কি শ্রীলঙ্কায় জন্ম নিয়ে ভুল করেছি?’