শ্রীলঙ্কায় সহজ জয় ইংল্যান্ডের

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার মাটিতে টানা চতুর্থ টেস্ট জয় ইংল্যান্ডের। ছবি : সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।

২০১৮ সালে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজে সবই জিতেছিল ইংল্যান্ড। চলতি সফরে আজ প্রথমটিসহ শ্রীলঙ্কার মাটিতে টানা চার টেস্ট জিতেছে ইংল্যান্ড। সব মিলে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ছয় টেস্ট জিতেছে ইংলিশরা।

গলে সিরিজের প্রথম টেস্ট জয়ের মঞ্চ গতকালই তৈরি করে রেখেছিল ইংল্যান্ড। আজ সোমবার টেস্টের পঞ্চম দিনে ৩৬ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। এই লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি তাদের।

ম্যাচে ৭৪ রানের লক্ষ্যে গতকাল চতুর্থ দিন শেষে ১৫ ওভারে তিন উইকেটে ৩৮ রান তুলেছিল ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ১১ ও ড্যান লরেন্স সাত রানে অপরাজিত ছিলেন। ছোট লক্ষ্যের জবাবে আগের দিনই ১৪ রানে তিন উইকেট হারায় সফরকারীরা। ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি আট, ডম সিবলি দুই ও অধিনায়ক জো রুট এক রান করে আউট হয়েছিলেন।

ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ২২৮ রান করা ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

আগামী ২২ জানুয়ারি একই ভেন্যুতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ১৩৫ ও ৩৫৯ (থিরিমান্নে ১১১, ম্যাথুজ ৭১, লিচ ৫/১২২)।

ইংল্যান্ড : ৪২১ ও ৭৬/৩ (বেয়ারস্টো ৩৫*, লরেন্স ২১*, অ্যাম্বুলদেনিয়া ২/২৯)।

ফল : ইংল্যান্ড সাত উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : জো রুট (ইংল্যান্ড)।