শ্রীলঙ্কা দলের বোলিং কোচ মালিঙ্গা

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য শ্রীলঙ্কা দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে। তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করবেন বলে এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে।

এসএলসি বিবৃতিতে জানায়, ‘শ্রীলঙ্কান ক্রিকেটে মালিঙ্গার অনেক অবদান রয়েছে। তার রয়েছে বিশাল অভিজ্ঞতা। তাঁর বিখ্যাত ডেথ-বোলিং দক্ষতা টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই কাজে আসবে।’

এই বছরের শুরুতে শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরে একই ভূমিকা পালন করেছিলেন সাবেক অধিনায়ক। তিনি সম্প্রতি আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গেও  ছিলেন। যারা ফাইনালে উঠেছিল।

শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অস্ট্রেলিয়া দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে দেশটিতে সফরে যাচ্ছে। এসএলসি সম্প্রতি নিশ্চিত করেছে, সিরিজটি নির্ধারিত সময়ে হবে। এরই মধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডের নাম ঘোষণা করেছে তারা। ৭ জুন কলম্বোতে টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে।