সতীর্থদের এখন ‘ঝাড়ি’ মারেন মুমিনুল!
টেস্ট ক্রিকেটে নিয়মিত মুখ মুমিনুল হক। মাঠে কখনো উত্তেজিত দেখা যায় না তাঁকে। এমনকি সংবাদমাধ্যমেও খুব একটা দেখা যায় না বাংলাদেশের অন্যতম সফল এই ব্যাটসম্যানকে। সেই তিনিই এখন দীর্ঘ সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বেশি দিন হয়নি, তবে এই সময়েই নিজেকে বদলে ফেলেছেন অধিনায়ক। জানিয়েছেন, আগের মতো মাঠে এখন শান্ত থাকেন না—এমনকি দরকার হলে সতীর্থদের কড়া ভাষায় কথা বলেন মুমিনুল।
সাকিবের নিষেধাজ্ঞায় হুট করেই টেস্ট টেস্ট ক্রিকেটে নেতৃত্ব পান মুমিনুল। শুরুটা ভালো কাটেনি তাঁর। ভারত ও পাকিস্তানের কাছে টানা তিন ম্যাচ হার, ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল মলিন। তবে ঘরের মাঠে ঠিকই নিজের ঝলক দেখিয়েছেন তিনি। তুলে নিয়েছেন অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর দলও জিতেছে ইনিংস ও ১০৬ রানে।
দারুণ জয় পেয়ে মুমিনুল জানালেন, নিজের সন্তুষ্টির কথা। আর অধিনায়কত্ব পাওয়ার পর কতটা বদলেছেন সেটা বলতে ভোলেননি।
আজ মঙ্গলবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমি কোনো সময়ই চাপে ছিলাম না। শুরুর দিকে একটু খারাপ হলে আমি বিষয়টিকে সেভাবে দেখি না। কারণ এটা হতেই পারে। যখন ভালো হবে তখন ধীরে ধীরে ভালো হতেই থাকবে। আমার কাছে উন্নতি করাটাও গুরুত্বপূর্ণ। সামনে পাকিস্তান সিরিজ আছে, সেখানে কেমন করবে দল সে দিকে তাকিয়ে আছি। আগে যে তিনটি ম্যাচ হেরেছি সেখান থেকে আমি কি শিক্ষা নিতে পেরেছি অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে সেটাই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আমার অধিনায়ত্ব শুরু হয়েছিল বিসিএল, এনসিএল দিয়ে। সেই জায়গায় প্রথম শান্তই ছিলাম, পরে দেখলাম কিছু পরিবর্তন করতে হবে। অধিনায়ক হলে কিছুটা আগ্রাসী থাকতে হয়। আমিও তাই করি। এখন তো সবাইকেই ঝাড়ি মারি (হাসি)।’