সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের শেষ আটে অ্যালকারাজ
সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে রেকর্ড গড়েছেন কার্লোস অ্যালকারাজ। প্রি-কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে তিনি হারান জার্মানির পিটার গজউজিককে।
এতদিন সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের শেষ আটে জায়গা করে নেওয়ার রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাবেক তারকা আন্দ্রে আগাসির। তিনি ১৯৮৮ সালে ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠার পথে এই রেকর্ড গড়েছিলেন। ১৮ বছর ৪ মাসের অ্যালকারাজ আগাসির থেকে ১০ দিন কম বয়সে সেই রেকর্ড গড়েন।
চতুর্থ রাউন্ডে অ্যালকারাজ প্রথম সেটে হারেন ৫-৭ গেমে। দ্বিতীয় সেট ৬-১ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। তৃতীয় সেটে ৫-৭ গেমে হেরে বসেন স্প্যানিশ তারকা। চতুর্থ ও পঞ্চম সেটে কার্লোস জয় তুলে নেন যথাক্রমে ৬-২, ৬-১ গেমে। সব মিলে ৩ ঘণ্টা ৩১ মিনিট লড়াই চলে ম্যাচে।
এর আগে পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে বিশ্বের তিন নম্বর টেনিস তারকা স্টেফানোস সিসিপাসকে হারিয়ে রেকর্ড গড়েন এই তারকা।