সব অধিনায়ককে ছাড়িয়ে গেলেন কোহলি
সম্প্রতি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। গতকাল রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর আরেকটি ব্যক্তিগত রেকর্ড নিজের ঝুলিতে জমা রেখেছেন ভারতীয় অধিনায়ক।
এই ম্যাচে কোহলি ৯১ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দারুণ এই ইনিংস খেলে ভারতীয় অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তিনি। কোহলির ঝুলিতে এখন ১১,২০৮ রান। ভারতের কোনো অধিনায়কের সর্বোচ্চ রান এটি।
৩৩০টি ইনিংস খেলে ১১,২০৭ রান করে এত দিন তালিকার শীর্ষে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ১৯৯টি ইনিংসেই ধোনিকে টপকে গেলেন কোহলি। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন (৮০৯৫) এবং সৌরভ গাঙ্গুলী (৭৬৪৩)।
এদিকে কোহলি ওয়ানডেতে এরই মধ্যে ১১,৭৯২ রান করে ফেলেছেন। টেস্ট ও টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ যথাক্রমে ৭২০২ ও ২৬৮৯ রান। তিন ফরম্যাট মিলে পকেটে পুরেছেন মোট ৭০টি সেঞ্চুরি।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে উড়ে গেছে ভারত। অবশ্য পরের দুই ম্যাচে দারুণ জয়ে জিতে যায় সিরিজ ভারত। গতকাল তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা ৭ উইকেটে।
স্টিভেন স্মিথের দারুণ সেঞ্চুরিতে প্রথমে ২৮৬ রান তোলে অস্ট্রেলিয়া। এর জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এই ম্যাচে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে রোহিত শর্মা। তিনি করেন ১১৯ রান করেন ১২৮ বল খরচায়।