সহজ জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

লক্ষ্য মাত্র ৯৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে এই রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ নড়বড়ে অবস্থা ছিল শ্রীলঙ্কার। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য এই চাপ কাটিয়ে পরে সহজেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

আজ সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে সাত উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নামিবিয়া মাত্র ৯৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। জবাবে শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

অবশ্য শুরুতে নামিবিয়ার বোলাদের খেলতে বেশ বেগ পেতে হচ্ছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। দ্রুত ফিরে গিয়েছিলেন তিন টপঅর্ডর ব্যাটসম্যান। পরে চতুর্থ উইকেট জুটির দৃঢ়তায় জয় তুলে নেয় লঙ্কানরা।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ভানুকা রাজাপাকশে। আর দ্বিতীয় সর্বোচ্চ অভিষ্কা ফার্নান্দোর। তিনি করেন ৩০ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি নামিবিয়ার ব্যাটসম্যানরাও। দুই ওপেনার দ্রুত সাজঘরে ফিরে যান। সে ধারাবাহিকতায় অন্যরাও পারেননি ভালো কিছু করতে। 

নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ক্রেইগ উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক জেরহার্ড এরাসমাসের (২০)। লঙ্কান বোলার মহেশ থিকশানা ২৫ রানে তিনটি এবং ভানিন্দু হাসারাঙ্গা ২৪ রানে দুই উইকেট নেন।

এদিকে দিনের আগের ম্যাচে নেদারল্যান্ডসকে সহজে সাত উইকেটে হারায় আয়ারল্যান্ড।

প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রানে ইনিংস গুটিয়ে নেয় নেদারল্যান্ডস। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে আয়ারল্যান্ড।