সাইফ হাসানের ফের করোনা পজিটিভ

Looks like you've blocked notifications!
বাংলাদেশ দলের তরুণ ওপেনার সাইফ হাসান। ছবি : সংগৃহীত

গত ৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষায় পজেটিভ আসে তরুণ ওপেনার সাইফ হাসানের। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন তিনি। বিসিবির মেডিকেল ইউনিটের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। দ্বিতীয়বারের পরীক্ষায়ও তাঁর পজিটিভ আসে।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি সূত্র জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দলে সাইফের নাম নেই। অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দল ঘোষণা করা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজটি হবে কি না, তা অনিশ্চিত।

আগামী এক সপ্তাহ পর আবার করোনা পরীক্ষা করাবেন সাইফ হাসান। ওই পরীক্ষায় নেগেটিভ এলে তাঁর স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাঁহাতি ওপেনার সাইফ জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। অভিষেক ইনিংসে কোনো রান করতে না পারা এই ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি।

অবশ্য ভারতের বিপক্ষে কলকাতায় অনুষ্ঠিত হওয়া গোলাপি বলের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে সাইফের ওপেন করার কথা ছিল। কিন্তু আঙুলের চোটের কারণে সেই টেস্ট থেকে বাদ পড়েন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচে চারটি শতক ও ১২টি অর্ধশতকে সাইফ দুই হাজার ৩৬২ রান করেছেন।