সাকিবকে নিয়ে পরিকল্পনা ছিল লঙ্কান শিবিরেও

Looks like you've blocked notifications!
অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ছবি

বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের অনুশীলন ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা দলের অনুশীলন খুব একটা ভালো হয়নি। তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তারা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বিকেএসপি-৩ মাঠে বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচ মাত্র ১৮.২ ওভার খেলা সুযোগ পায় সফরকারী শ্রীলঙ্কা দল। আম্পায়াররা শেষ দিনের খেলা বন্ধ করে দেওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫০ রান এক উইকেটে।

এ ব্যাপারে দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নে বলন, ‘আমরা শ্রীলঙ্কা থেকে কয়েক সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছি। তাই আমি মনে করি না অনুশীলন ম্যাচটি খুব বেশি পার্থক্য গড়ে দেবে। আমরা এখানেও যথেষ্ট অনুশীলন করেছি। সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত আমরা।’

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় সাকিব প্রথম টেস্ট থেকে বাদ পড়েছিলেন। গতকাল বৃহস্পতিবার পরীক্ষায় নেগেটিভ আসে। তাই চট্টগ্রামে খেলবেন কি না আলোচনা শুরু হয়ে যায়। ইতিমধ্যেই বাংলাদেশি অলরাউন্ডারের জন্য পরিকল্পনা তৈরি করেছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট। দলটির অধিনায়ক বলেন, ‘সাকিব যখন ছিল তখন আমাদের একটা পরিকল্পনা ছিল। সে সেরা অলরাউন্ডার। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। দেখব কেমন হয়।’

শ্রীলঙ্কার বিরাজমান পরিস্থিতির কথা বাদ দিয়ে আসন্ন টেস্ট সিরিজে  দিকে মনোনিবেশ করছে দলটির খেলোয়াড়রা। এ ব্যাপারে করুনারত্নে বলেন, ‘সবাই জানে কি ঘটছে। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, এটাই একমাত্র বিষয়। আমরা এখন ক্রিকেট নিয়ে চিন্তিত। আমরা যা করতে পারি তা হলো সেখানকার মানুষের জন্য একটি ভালো ফল নিয়ে যাওয়া।’

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।