সাকিবের ঘটনার পর সচেতন বিসিবি
চলতি বছর নভেম্বরে অনাকাঙ্ক্ষিত ভুল করে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আগামী এক বছর ক্রিকেট মাঠে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ। তবে সাকিবের ওই ঘটনার পর এসব নিয়ে বেশ সচেতন হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য আসন্ন বিপিএলে প্রত্যেক দলে একজন দুর্নীতি দমন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে বিসিবি।
ঘরোয়া লিগগুলোতে দুর্নীতি প্রায় দেখা যায়। অতীতে বিপিএলেও দেখা গেছে। যার বড় উদাহরণ হলেন মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া কয়েক দিন আগেও চট্টগ্রাম ভাইকিংসের লজিস্টিক ম্যানেজার শাকিল আবেদীন চট্টগ্রামের চার ক্রিকেটারকে দল পাইয়ে দেওয়ার অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এমন দুর্নীতিগুলো এড়াতে তাঁকে নিষিদ্ধ করতে যাচ্ছে বিসিবি।
গতকাল বৃহস্পতিবার বিসিবিপ্রধান নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘অ্যান্টিকরাপশন ইউনিট (এসিইউ) আছে, তারা দেখবে (কী হচ্ছে না হচ্ছে)। আমরা সব দলের সঙ্গেই একজন করে (কর্মকর্তা) দিয়ে দিচ্ছি। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতন।’
বিষয়গুলো পুরো অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) ওপর ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমাদের এখানে এসিইউ আছে। তাঁরা কথাবার্তা বলে নিয়োগ দিয়ে থাকেন। আমরা জানিও না কে আসবে। আবার আমরা জানতেও চাই না। কারণ, তাঁদের এই জায়গায় স্বাধীনভাবে কাজ করতে দিই আমরা।’