সাকিবের দুই পরামর্শে মিরাজের বাজিমাত
ওয়ানডে ক্রিকেটে এখনো পাকাপাকিভাবে জায়গা পোক্ত করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডেতেও ছিলেন নিষ্প্রভ। তবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বল হাতে জ্বলে ওঠেন মিরাজ। চার উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এই সাফল্যের পেছনে সাকিব আল হাসানের পরামর্শকে কৃতিত্ব দেন এই অফ স্পিনার।
গতকাল শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিরাজ ৯.৪ ওভার বল করে ২৫ রান দিয়ে চার উইকেট তুলে মিরাজ। পরে জানান, ভালো করার পেছনে কাজে লেগেছে সাকিবের দুই পরামর্শ।
মিরাজ বলেন, “আমি জুনিয়র খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখি সাকিব ভাইয়ের কাছে থেকে। তিনি আমাকে বিভিন্ন রকম টিপস দেন এবং পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন কথা বলেন। প্রথম ম্যাচে আমি কিন্তু ওই রকম স্বাচ্ছন্দ্যে ছিলাম না। সাকিব ভাই দুটি কথা বলেছেন, ওই দুই কথাই আমার অনেক কাজে লেগেছে। যেমন, বাঁহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিল, আমাকে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিল। আমাকে সাকিব ভাই বলছিলেন যে, ‘তুই লেগ মিডলে বল করলে ভালো হবে। তখন কিন্তু হঠাৎ করে আমার চিন্তা হয়ে গেছে যে, না আমি ওইখানে বল করলে হয়তও ট্রাভেল করবে, কিছুক্ষণ এক ওভার বোলিং করার পর একটা মেইডেনও নিয়েছি। ছোট ছোট চিন্তা এবং পরিবর্তনগুলো কিন্তু অনেক উপকার করে।”
মিরাজ আরো বলেন, ‘আমার যে কোচ ছিলেন সোহেল ইসলাম, তাঁর সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন কীভাবে বল করতে হবে এবং ওভার স্পিন বল করতে হবে বেশি বেশি এবং লাইন-লেংথটা খুব গুরুত্বপূর্ণ। ওটা বাস্তবায়ন করতে পেরেছি বলেই হয়তো আজকে ভালো বোলিং হয়েছে।’
সব মিলিয়ে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি এই অফ স্পিনার। জানিয়েছেন, ভালো করার জন্য দলের সবাই তাঁকে সাপোর্ট দিয়েছেন।