সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম। লড়াইয়ের পর পারলেন না জীবনে ফিরতে। ক্যানসারের কাছে হেরে মারা গেছেন সাকিবের শাশুড়ি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল শুক্রবার রাতে মারা গেছেন নার্গিস বেগম। আজ শনিবার নরসিংদীতে সাকিবের শাশুড়ির জানাজা সম্পন্ন হওয়ার কথা।
এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ার কারণে মেয়েকে নিয়ে সেখানে আছেন তিনি। বাংলাদেশে এত দিন ধরে মায়ের পাশে থেকে সেবা করছিলেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবের ছোট দুই সন্তানকে নিয়ে বাংলাদেশে আছেন শিশির।
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে থাকা অবস্থায় সাকিব আল হাসানের মা, ছেলে, মেয়ে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সে সময় অসুস্থ ছিলেন তাঁর শাশুড়িও। যার কারণে ওয়ানডে সিরিজ খেলতে দ্রুত দেশে ফিরতে হয় সাকিবকে। সন্তানেরা সুস্থ হলে বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান দেশসেরা অলরাউন্ডার। তবে, বাংলাদেশে থেকে যান সাকিবের স্ত্রী।