সাকিব-মাশরাফীর রূপগঞ্জে বিধ্বস্ত গাজী গ্রুপ

Looks like you've blocked notifications!
গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। ছবি : সংগৃহীত

প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঝুলিতে পুরে ২৯৩ রান। এই বিশাল সংগ্রহের নিচে চাপা পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাই ১৯৬ রানের বড় ব্যবধানে জিতেছে রূপগঞ্জ।

আজ মঙ্গলবার সাভার বিকেএসপিতে ব্যাট হাতে দারুণ দুটি ইনিংস খেলেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। সাব্বির ৮৩ বল খরচায় ৯০ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছয়টি চার ও তিনটি ছক্কার মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ সাকিব করেন ২৬ বলে ৫৯ রান। তিনি ছয়টি চার ও তিনটি ছক্কা দিয়ে ইনিংসটাকে সাজান।    

আর রকিবুল হাসান (৪৭), ইরফান শুক্কুর (২৯) ও নাঈম ইসলাম (৪২) তিনটি চমৎকার ইনিংস খেলেন।

জবাবে গাজী গ্রুপের কোনো ব্যাটারই সাফল্য পাননি। রূপগঞ্জের বোলারদের সামনে এক রকম উড়ে যায় তারা। হুসনা হাবিব সর্বোচ্চ ৩২ এবং মেহরাব ২৭ দুটি ছোট ইনিংস খেলেন।

চিরাগ জনির বোলিং নৈপুণ্যে অল্প রানে অলআউট হয় আকবর আলীর গাজী গ্রুপ ক্রিকেটার্স। চিরাগ একাই পেয়েছেন পাঁচ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর   

লিজেন্ডস অব রূপগঞ্জ  : ২৯৩/৯, ওভার ৫০ (সাব্বির ৯০, সাকিব ৫৯, রকিবুল ৪৭, ইরফান ২৯, নাঈম ৪২, নিলয় ২/৩৮)।

গাজী গ্রুপ :  ৯৭/১০, ওভার ২৯.২ (হাবিব ৩২, মেহরাব ২৭, আরাফাত ১৯, মাহমুদুল ৫; চিরাগ ৫/১৫, আল আমিন ২/২৮, নাঈম ২/৪, সাকিব ১/৩১)।

ফল : রূপগঞ্জ ১৯৬ রানে জয়ী।