সাফ চ্যাম্পিয়নশিপে যে গ্রুপে পড়েছে বাংলাদেশ
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ নির্ধারণ হয়ে গেল। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে লেবানের সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। একই গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
ভারতের দিল্লিতে আজ বুধবার (১৭ মে) অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। যেখানে দুই গ্রুপ নির্ধারণ করা হয়। এর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকে ভারত ও লেবাননকে রাখা হয় দুই পটে। ‘এ’ পটে রাখা হয় স্বাগতিক ভারতকে আর ‘বি’ পটে রাখা হয় লেবাননকে। এরপর বাকি ড্র সম্পূর্ণ হয়। এর মধ্যে ভারতের সঙ্গে তথা ‘এ’ গ্রুপে পড়েছে কুয়েত, পাকিস্তান ও নেপাল।
কুয়েত ও লেবাবনন এবার আমন্ত্রিত দল হিসেবে সাফে অংশগ্রহণ করবে। আগামী ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ।
এদিকে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এরই মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এত আগে দল ঘোষণার কারণ হলো, সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। কম্বোডিয়ায় ম্যাচটি হবে আগামী ১৫ জুন।