সামিকে 'কালু' বলে ডাকতে শোনেননি ভারতীয় ক্রিকেটাররা!

Looks like you've blocked notifications!

এই কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন সামি অভিযোগ করেছিলেন, ভারতে আইপিএল খেলতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় সতীর্থদের অনেকেই নাকি তাঁকে 'কালু' বলে ডাকতেন। কিন্তু ক্যারিবীয় তারকার এই অভিযোগ অস্বীকার করেছেন তাঁর সঙ্গে খেলা দুই ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল ও ইরফান পাঠান।

এত দিন কালু নামের অর্থ বোঝেননি সামি। ভেবেছিলেন প্রশংসা করেই এই নামে ডাকা হয়েছিল তাঁকে। ফ্লয়েড হত্যার পর বুঝতে পেরেছেন কালু ছিল বর্ণবাদী ডাক! তাই বিষয়টি সবার সামনে প্রকাশ করলেন উইন্ডিজ তারকা।

এই শব্দের অর্থ জানতে পেরে গত শনিবার ইনস্টাগ্রামে সামি লিখেছেন, ‘মাত্রই আমি জানতে পারলাম 'কালু' শব্দের অর্থ, আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলার সময় যে নামে ডাকা হতো। আমাকে ও থিসারা পেরেরাকে ওই নামে ডাকত তারা। আমি ভেবেছিলাম, এটার মানে তেজি ঘোড়া। এখন জানলাম এটির অর্থ ভিন্ন, তাই আমি খুবই ক্ষুব্ধ।'

এ ব্যাপারে সানরাইজার্সে খেলা ভারতের সাবেক বাঁহাতি পেসার ইরফান পাঠান  বলেন, ‘আমি তার (সামি) সঙ্গে ২০১৪ সালে একই দলে ছিলাম। আমার মনে হয় যদি এমন ঘটনা ঘটত, তবে অবশ্যই আলোচনা হতো। বড় পরিসরে এই ধরনের আলোচনা শোনা যায়নি, তাই আমি এই বিষয়ে অবগত নই। তবে এটাও ঠিক আমাদের এই শিক্ষাটা প্রয়োজন আছে, কেননা আমি ঘরোয়া ক্রিকেটে এসব দেখেছি।'

উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল 'দ্য টেলিগ্রাফ'-এর সঙ্গে আলাপকালে বলেন, ‘কাউকে এমন কোনো শব্দ (অপমানজনক) ব্যবহার করতে শুনেছি বলে আমার মনে পড়ে না।'