সালাউদ্দিনের বিএসপিএর সদস্যপদ বাতিল
কাজী সালাউদ্দিন কি ভেবেছিলেন, জল এতদূর গড়াবে? উত্তাল হবে দেশের ফুটবল! সাংবাদিকদের মা-বাবা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বেফাঁস মন্তব্য নিয়ে পরিস্থিতি শান্ত হয়নি। যদিও সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন, তবু কী আর ক্ষতে প্রলেপ লাগে! এবার কাজী সালাউদ্দিনের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
আজ বুধবার (৩ মে) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সালাউদ্দিনকে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দেওয়া সদস্যপদ বাতিলের নির্দেশনা দেওয়া হয়। দেশের ক্রীড়ালেখক ও সাংবাদিকদের পুরোনো এই সংগঠন ২০১২ সালে বাফুফে সভাপতি সালাউদ্দিনকে সম্মানসূচক সদস্যপদ দেয়। কিন্তু গতকাল মঙ্গলবার (২ মে) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিক ও তাঁদের পরিবার নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন সালাউদ্দিন। পরে এর তীব্র নিন্দা জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের নিয়ে সালাউদ্দিনের বিদ্রুপাত্মক মন্তব্যের জেরে ক্রীড়ালেখক ও সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বিএসপিএ আজ জরুরি সভা ডাকে। ‘সালাউদ্দিন-নাবিলের বক্তব্যের তীব্র নিন্দা, বিএসপিএ অনারারি সদস্য পদ থেকে সালাউদ্দিনকে বহিষ্কার’— শীর্ষক বিবৃতিতে বিএসপিএ জানায়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ ক্রীড়া সাংবাদিকদের নিয়ে সম্প্রতি যেসব আপত্তিকর ও বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন, বিএসপিএ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
বিএসপিএর সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের স্বাক্ষরিত বিবৃতিতে সালাউদ্দিনের সদস্যপদ বাতিল প্রসঙ্গে বলা হয়, ‘একজন লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে বাফুফে সভাপতি পদে বসার পর কাজী মো. সালাউদ্দিনকে ২০১২ সালে বিএসপিএ সম্মানসূচক পদ দিয়ে আপন করে নিয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে তাঁর আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তাঁর বিদ্রুপাত্মক বক্তব্য সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপিএর কার্যনির্বাহী কমিটি তাঁর সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’