সালাহ-মানের গোলে শেষ আটের পথে লিভারপুল

Looks like you've blocked notifications!
চ্যাম্পিয়ানস লিগের শেষ আটের পথে লিভারপুর। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ানস লিগের শেষ ষোলোর প্রথম লেগের সুবিধা বেশ ভালোভাবেই কাজে লাগালো লিভারপুল। জ্বলে উঠলেন দুই গুরুত্বপূর্ণ তারকা মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। দুজনেই পেলেন জালের দেখা। দুই তারকা গোলে জার্মানির ক্লাব লাইপজিগকে হারিয়ে শেষ আটের পথে একধাপ এগিয়ে গেল লিভারপুল।

হাঙ্গেরির বুদাপেস্টে গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

ম্যাচটি হওয়ার কথা ছিল লাইপজিগের মাঠে। কিন্তু হঠাৎ করে করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যসহ বেশিকিছু দেশের জার্মানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। তাই লাইপজিগ থেকে ম্যাচটি নেওয়া হয় বুদাপেস্টে।

এদিন বল দখলে এগিয়ে থেকেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লিভারপুল। প্রথম গোল আসে বিরতির পর। ৫৩তম মিনিটে লাইপজিগের মিডফিল্ডার মার্সেল সাবিতজারের ব্যাকপাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম গোলটি করেন সালাহ। এরপর ৫৮ মিনিটে আরেকটি সুযোগ পেয়ে যায় লিভারপুল। কার্টিস জোন্সের ক্রস ক্লিয়ার করার চেষ্টায় বলে পা-ই ছোঁয়াতে পারেননি নর্দি মুকিয়েল। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। ওই সুযোগে বল পেয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন সাদিও মানে। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।