‘সিরিজ হারের শোক এখনও ভুলতে পারছি না’

Looks like you've blocked notifications!
‘বঙ্গবন্ধু বিপিএল’ এর লোগো উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : সাইফুল সুমন

চলমান ভারত সফর নিয়ে বেশ আশাবাদী ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর আশা দেখেছিলেন ভারতের মাটিতে শিরোপা জয়ের। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর হলো না।

নাজমুল হাসান বলেন, ‘হয় না কেন জানি না। বিশেষ করে ভারতের বিপক্ষেই এটা আরও বেশি হয়। কিন্তু এবার একদম মনে প্রাণে বিশ্বাস ছিল যে, আমরা জিতবই। সেটা হয়নি; কাজেই সে শোক এখনও ভুলতে পারছি না।’

আজ শনিবার ‘বঙ্গবন্ধু বিপিএল’ এর লোগো উন্মোচনের পর সাংবাদিকদের সামনে নিজের কষ্ট আড়াল করতে পারেননি তিনি। এভাবেই বললেন। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন করা হয়।

টি-টোয়েন্টির পর ভারতের কাছে টেস্টেও ধরাশয়ী বাংলাদেশ। ইন্দোরে প্রথম টেস্টে তিন দিনেই ১৩০ ও ইনিংস ব্যবধানে হেরেছে মুমিনুলরা। এমন হারের ব্যাখ্যা জানতে চাইলে পাপন বলেন, ‘টেস্টের কথা কী বলব! এই ম্যাচের আগেই তো আমার মন ভেঙে গেছে। এবারের এ সফরে অনেক আশা ছিলো। অন্তত টি-টোয়েন্টি সিরিজটা জিতব ভেবেছিলাম। এর আগে আমরা ভারতের বিপক্ষে তিন-তিনবার একদম শেষ বলে বা শেষ ওভারে গিয়ে জেতা ম্যাচ হেরে গিয়েছি। বিশ্বকাপ, নিদাহাস ট্রফি বা এশিয়া কাপ বলেন- খুব কাছে গিয়ে হেরেছি আমরা।’

পাপন বলেন, ‘যাইহোক, এবার আমার অন্তত মনেপ্রাণে বিশ্বাস ছিলো যে, সিরিজটা আমরা জিতব। প্রথম ম্যাচটা আমরা ভালো খেলে জিতলাম। পরের ম্যাচটা ওরা ভালো খেলেছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু তৃতীয় ম্যাচটা! এটা আমাদের নিশ্চিত জেতা ম্যাচ ছিল। শেষ ম্যাচটা হারের পর আমি নিজেই আশাহত হয়ে গিয়েছিলাম। আমি বাসা থেকেই বের হইনি কয়েকদিন। আপনারাও হয়তো খেয়াল করেছেন, আমি বাসা থেকেই বের হতে চাইনি। আমি এখনও এটা মেনেই নিতে পারছি না।’

নাঈমের ব্যাটিংয়ের প্রসঙ্গ টেনে পাপনের মন্তব্য, ‘নাঈমের মতো একটা ছেলে যদি এই রান (৮১) করতে পারে, মিঠুন যদি এতো ভালো সহায়তা করতে পারে- আর বাকি আমাদের যারা মূল খেলোয়াড়, যাদের এতোদিন ধরে আমরা পরিচর্যা করছি, আপনি যদি শুধু হিসেব করে দেখেন সৌম্য, লিটন, মুশফিক, রিয়াদ- ওদের মতো অভিজ্ঞ খেলোয়াড় তো আর নেই। এরা চারজন যদি ৪০ রানও করতে পারতো- তাহলে বাকি ৭ রান এমনিই হয়ে যেত।’