সিশেলসের কাছে হারের লজ্জা বাংলাদেশের
ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ-২০২৩ এর অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলতে আসে সিশেলস। প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বপ্ন দেখছিল টানা দুই জয়ের। তা আর হলো না। সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগের দেখায় ২৫ মার্চ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই চমক দিয়েছেন বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা। একাদশের বাইরে রাখেন অধিনায়ক জামাল ভূঁইয়াকে। ম্যাচের শুরু থেকে আক্রমণ করে বাংলাদেশ। ২২ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু আলমগীরের মাপা ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন রাকিব। ২৩ মিনিটে রবিউলের জোরালো শট রুখে দেন সিশেলস গোলরক্ষক। প্রথমার্ধের শেষ দিকে আবারও দলকে রক্ষা করেন সিশেলস গোলরক্ষক। এবার তপুর ভলি কোনোমতে বাঁচান তিনি।
এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোলবিহীন থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি করে বাংলাদেশ দল। কিন্তু ৬২ মিনিটে মাইকেল মানচিনের গোলে এগিয়ে যায় পূর্ব আফ্রিকার দেশ সিশেলস। সিশেলসের ড্যারিল লুইসকে ডি-বক্সে ফাউল করেন সাদউদ্দিন। সেখান থেকে পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি মানচিন।
২০১৯ সালে সর্বশেষ ভুটানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সিশেলসের সঙ্গে সেই সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশ।