সেই ছোট্ট ইয়ামিনের সঙ্গে দেখা করলেন মুশফিক

সম্প্রতি মা-ছেলের ক্রিকেটের প্রতি ভালোবাসার কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, বোরকা পরিহিত এক মা তাঁর ছোট্ট ছেলে ইয়ামিন সিনানকে অনুশীলন করাচ্ছেন। কখনো মা ঝর্ণা আক্তারকে দেখা যাচ্ছে ব্যাট করতে, কখনো বল হাতে।
মা-ছেলের এই ক্রিকেটপ্রেম নজর কেড়েছে হাজারো মানুষের। বাদ যাননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। তাই তো ইয়ামিন ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

রাজধানীর বনানীর একটি মাঠে ইয়ামিন ও তাঁর মা ঝর্ণা আক্তারের সঙ্গে দেখা করেন মুশফিক। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ইয়ামিনকে নিজের নাম লেখা একটি জার্সি, ব্যাটিং গ্লাভস, নিজের স্বাক্ষরিত ব্যাটসহ কিছু উপহার দেন মুশফিক। সেইসঙ্গে মা-ছেলের সঙ্গে কিছু ছবিও তোলেন তিনি। মুহূর্তের মধ্যে সেই ছবিগুলোও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
জানা যায়, রাজধানী আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। কয়েক দিন আগে তাঁর সতীর্থ ও কোচরা আসতে দেরি হওয়ায় ছেলেকে অনুশীলন করাতে নেমে পড়েন মা ঝর্ণা।
সে সময়ের কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে মাকে আউট করা ইয়ামিনের উচ্ছ্বাস ও মায়ের বল মোকাবিলা করা ছেলের কিছু দারুণ মুহূর্ত ফুটে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মা-ছেলের এই ক্রিকেটপ্রেমকে প্রশংসায় ভাসান।