সেই হাফিজের ব্যাটে পিএসএল পেল নতুন চ্যাম্পিয়ন
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজের সম্পর্ক চুকিয়েছেন কিছুদিন আগে। বয়স ছাড়িয়েছে ৪১। তবু এতটুকু ফুরিয়ে যাননি পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সদ্য শেষ হওয়া পিএসএলের ফাইনালেও বিশ্ব দেখল হাফিজ ‘শো’। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে এবারের পিএসএল পেল নতুন চ্যাম্পিয়ন। মুলতান সুলতানকে হারিয়ে প্রথম বার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয়ের স্বাদ পেল লাহোর কালান্দার্স।
গতকাল রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুলতানকে ৪২ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে শাহিন শাহ আফ্রিদির লাহোর কালান্দার্স।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে হাফিজের ব্যাটে চড়ে ১৮০ রানের পুঁজি গড়ে লাহোর। দলের হয়ে ৬৯ রান। ৪৬ বলে যা সাজানো ছিল ৯ বাউন্ডারি ও এক ছক্কায়। এ ছাড়া হ্যারি ব্রুক করেন ৪১ রান। আর শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে ৮ বলে ২৮ রান উপহার দেন ডেভিড ভিসা।
রান তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ফ্লপ হলে আর পেরে ওঠেনি মুলতান। নির্ধারিত ওভারের তিন বল আগেই ১৩৮ রানে থেমে যায় মুলতান। তাদের দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। রাইলি রুশো করেন ২২ বলে ১৫ রান। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
দলের জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন হাফিজ। এ ছাড়া পিএসএলে এ নিয়ে দ্বিতীয় শিরোপা জিতলেন হাফিজ। এর আগে ২০১৭ সালের শিরোপা জিতেছিলেন পেশাওয়ার জালমির হয়ে।
লাহোর কালান্দার্সের জার্সিতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও। দলের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালে দলের সফলতম বোলার তিনি। এ ছাড়া ২০ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন লাহোরের অধিনায়ক। তবে আসর জুড়ে ব্যাট হাতে ভালো করে টুর্নামেন্ট সেরা হয়েছেন মুলতানের অধিনায়ক রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর
লাহোর কালান্দার্স : ২০ ওভারে ১৮০/৫ (ফখর ৩, শফিক ১৪, জিশান ৭, কামরান ১৫, হাফিজ ৬৯, ব্রুক ৪১*, ভিসা ২৮*; আসিফ ৪-০-১৯-৩, উইলি ৪-০-৪২-১, রুম্মান ২-০-৩৫-০, খুশদিল ৩-০-২৬-০, তাহির ৪-০-২২-০, দাহানি ৩-০-৩৪-১)
মুলতান সুলতানস : ১৯.৩ ওভারে ১৩৮ (মাসুদ ১৯, রিজওয়ান ১৪, আজমাত ৬, রুশো ১৫, আসিফ ১, ডেভিড ২৭, খুশদিল ৩২, উইলি ০, রুম্মান ৬, তাহির ১০, দাহানি ০*; শাহিন আফ্রিদি ৪-০-৩০-৩, হাফিজ ৪-০-২৩-২, রউফ ৪-০-৩৪-১, প্যাটেল ২-০-৭-০, জামান ৪-০-২৬-২, ভিসা ১.৩-০-১৬-১)
ফল : ৪২ রানে জিতে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ হাফিজ।
ম্যান অব দ্য টুর্নামেন্ট : মোহাম্মদ রিজওয়ান।