সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন লিটন

Looks like you've blocked notifications!

আগের ম্যাচে আফগান বোলারদের সামনে সফল হতে পারেননি লিটন দাস। একই মাঠে আজ লিটনের ব্যাটে উল্টো চিত্র। দ্বিতীয় ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে ফারুকি-রশিদের বরং পরীক্ষায় ফেললেন ডানহাতি এই ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে তুলে নিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি।

আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০৭ বলে সেঞ্চুরি স্পর্শ করেছেন লিটন দাস। সেঞ্চুরি স্পর্শ করতে লিটন খেলেছেন ১৪টি বাউন্ডারি। ৪১তম ওভারে রশিদ খানের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন লিটন।

চলতি বছরে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে সিরিজেই নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন ডানহাতি ব্যাটার। লিটনের সঙ্গে দারুণ খেলছেন মুশফিকুর রহিমও। ৫৬ বলে এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

সেঞ্চুরিয়ান লিটন অবশ্য আজ  ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হতে পারতেন। ফারুকির বল মোকাবিলা করতে গিয়ে অল্পের জন্য বেঁচে যান তিনি। লিটনকে ফেরানোর লক্ষ্যে রিভিউ নেয় আফগানরা। তাতে অবশ্য লাভ হয়নি। টিভি রিপ্লেতে দেখা যায়, বল পিচ করে লেগ স্টাম্পের বাইরে। তাই আফগানদের রিভিউ নষ্ট হয়। সেই যাত্রায় বেঁচে গিয়ে লিটন পেলেন সেঞ্চুরির দেখা।

লিটন এর আগে চারটি সেঞ্চুরি করেন। এর মধ্যে তিনটিই করেন জিম্বাবুয়ের বিপক্ষে। আর একটি করেন ভারতের বিপক্ষে ২০১৮ সালে।

২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেকের পর তাদেরই বিপক্ষে ২০‌১৮ সালে প্রথম সেঞ্চুরির দেখা পান লিটন। দুবাইতে সেবার ১২১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।

পরে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে ১২৬ এবং ১৭৬ রানের ঝলমলে দুটি সেঞ্চুরি করেছিলেন লিটন। আর গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রান করেছিলেন তিনি। এবার চট্টগ্রামে আরো উজ্জ্বলতা ছড়িয়েছেন তিনি।