সেমিতে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি নাদাল-জকোভিচ
টেনিসের দুই মহাতারকার লড়াই আবারও দেখতে যাচ্ছে ভক্তরা। আজ মঙ্গলবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন টেনিসের দুই তারকা রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে একটায় শুরু ম্যাচটি।
ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড পার করতেই খুব কঠিন পরীক্ষা দিতে হয়েছে রাফায়েল নাদালকে। ফেলিক্স ওজি-আলিয়াসসিমের সামনে লড়াইটা যে এত কঠিন হবে সেটা হয়তো নিজেও ভাবেননি স্প্যানিশ তারকা। কিন্তু অবিশ্বাস্য লড়াই করেই এই রাউন্ড পার করতে হলো তাঁকে।
এবার পরের রাউন্ডে রাফায়েলকে দিতে হবে আরো বড় পরীক্ষা। এবার তাঁর সামনে প্রতিপক্ষ টেনিসের আরেক তারকা নোভাক জকোভিচ।
লড়াইটা যে খুব কঠিন হবে সেটা মেনে নিয়েছেন নাদাল নিজেও। তিনি বলেছেন, ‘তার বিপক্ষে আমার পরীক্ষা দেওয়া হয়নি, কারণ তার বিপক্ষে আমার শেষ ম্যাচ ছিল গত বছর। গত তিন মাস ধরে এমন ম্যাচ খেলিওনি। এটা হতে যাচ্ছে আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমি জানি, আমার পরিস্থিতি কী এবং এটা মেনে নিয়েছি। আমি এখন রোলাঁ গারোঁয়। আড়াই সপ্তাহ আগেও আমি জানতাম না এখানে থাকতে পারব কি না। আমি জানি না আমার টেনিস ক্যারিয়ারে এখানেই এটা শেষ ম্যাচ কি না।’
এদিকে রোলাঁ গারোঁয় চতুর্থ রাউন্ডের ম্যাচে ফেলিক্সের বিপক্ষে ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে জিতেছেন নাদাল। তবে এই ধাপ পার হতে তাঁকে লড়াই করতে জয়েছে চার ঘণ্টা ২১ মিনিট। এই সময়ে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অবশেষে কোয়ার্টার ফাইনালের টিকেট পেলেন স্প্যানিশ তারকা।
চতুর্থ রাউন্ড পার হতে জকোভিচকে বেশি কষ্ট করতে হয়নি। তিনি এই রাউন্ডে আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে ৬-১, ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দেন। এখন পর্যন্ত কোনো রাউন্ডেই কোনো সেটে হারেননি এই সার্বিয়ান তারকা। তাই স্বাভাবিকভাবে জকোভিচের সামনে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে রাফায়েল নাদালকে।