টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেরা বোলার হতে পারেন সাকিব

Looks like you've blocked notifications!
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলার হতে পারেন বলে মনে করেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েৎজার। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।

আসরের প্রথম দিনই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। বিশ্বকাপকে সামনে রেখে প্রতিদিনই ক্যাম্পেন কুল নামে একটি ভার্চুয়াল আড্ডা চলছে। আজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও ওমানের অধিনায়ক জিসান মাকসুদের সঙ্গে যোগ দেন স্কটল্যান্ডের অধিনায়ক।

সাবেক আইরিশ ক্রিকেটার ও ধারাভাষ্যকার নিল ও’ব্রায়েনের সঞ্চালনায় অধিনায়করা অনুষ্ঠানে নিজেদের মতামত  তুলে ধরেন।

বিশ্বকাপে কে সেরা ব্যাটার ও বোলার হবেন এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে কোয়েৎজার বলেন, ‘বাবর আজম সম্ভাব্য সেরা ব্যাটার ও সাকিব সেরা বোলার হতে পারেন।’

স্কটল্যান্ড অধিনায়ক স্বীকার করেন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের মুখোমুখি হওয়া তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে।

শ্রীলঙ্কার অধিনায়কের মতে, 'সেরা ব্যাটার হতে পারেন ভারতের রোহিত শর্মা। আর বোলার হতে পারেন আফগানিস্তানের রশিদ খান।'  

আর পাকিস্তানের বাবর মনে করেন, ‘সেরা ব্যাটার হতে পারেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর সেরা বোলার হতে পারেন তাঁর সতীর্থ হাসান আলি।’