সেরা সাফল্যে আশাবাদী সাইফউদ্দিন

Looks like you've blocked notifications!
সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত

ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের দলে ফিরেছেন তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন। এই সিরিজে  নিজের সেরাটা দিয়ে ফেরাটাকে স্মরণীয় করে রাখতে চান তরুণ এই অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকেই ইনজুরিটা ভোগাচ্ছে সাইফউদ্দিনকে। সর্বশেষ লিগামেন্টের ইনজুরিতে পড়েন তিনি। তবে সেরে ওঠার পর আবার জাতীয় দলে সুযোগ পান সাইফউদ্দিন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন সাইফউদ্দিন। অবশ্য টুর্নামেন্টের মাঝপথে সুস্থ হয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেনও তিনি।

এ ব্যাপারে সাইফউদ্দিন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে আমি সুস্থ হয়ে উঠতে পারি কি না, তা নিয়ে আমি চিন্তিত ছিলাম। কিন্তু এখন সবকিছু ঠিক আছে। ফিজিও আমাকে অনেক সহায়তা করেছেন। এখন সবকিছুই ভালো আছে।’

ঘরের মাঠে সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছেন সাইফউদ্দিন, ‘দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সাকিব আল হাসান ফিরেছেন। সিরিজটি ঘরের মাঠে হচ্ছে, এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বোলাররা দারুণ ছন্দে আছেন। এ ব্যাপারে সাইফউদ্দিন বলেন, ‘গত কয়েক দিনে আমাদের কঠোর অনুশীলন হয়েছে। শেষ দুটি টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পেসাররা দুর্দান্ত পারফর্ম করে। তাই জাতীয় দলে জায়গা পেতে হলে কঠোর প্রতিযোগিতা থাকবে।’

তরুণ এই অলরাউন্ডার আরো বলেন, ‘আমি সেরাটা দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত অনুশীলন সেশন দারুণ উপভোগ করছি। আসন্ন সিরিজকে সামনে রেখে আমাদের ভালো প্রস্তুতি রয়েছে।