স্কটল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন কাইল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/04/coetzer.jpg)
স্কটল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন কাইল কোয়েৎজার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগের আগে এই সিদ্ধান্ত নেন তিনি।
ক্রিকবাজের খবরে জানা গেছে, জুলাইয়ে নামিবিয়া ও নেপালের বিপক্ষে সিরিজের আগে স্কটল্যান্ডের নতুন অধিনায়ক নিয়োগ করা হবে বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।
অধিনায়কত্ব ছাড়লেও খেলা বন্ধ করতে চান না কোয়েৎজার। নতুন নেতার অধীনে জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান তিনি। তিনি ১১০ ম্যাচে স্কটল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলেছিল তাঁর দল।
এক বিবৃতিতে কোয়েৎজার বলেন, ‘স্কটল্যান্ড দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে আমি অনেক চিন্তা করেছি। আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজ হবে আমার নেতৃত্বে শেষ সিরিজ।’
তিনি আরও বলেন, ‘দেশের হয়ে অধিনায়কত্ব করা আমার জন্য অত্যান্ত আনন্দের ছিল। আমি অত্যন্ত গর্বিত। এমনকি দলের পরবর্তী নেতার অধীনে খেলতে মুখিয়ে আছি।’