স্টেডিয়ামে ভক্তদের ছাড়া খেলা ভয়ঙ্কর : মেসি

Looks like you've blocked notifications!
সপ্তমবার পিচিচি ট্রফি জিতলেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

করোনা বদলে দিয়েছে অনেক কিছু। দীর্ঘ বিরতির পর মাঠের খেলা ফিরলেও এখনো দর্শকশূন্য স্টেডিয়ামেই লড়তে হচ্ছে খেলোয়াড়দের। সময়ের সঙ্গে বিষয়টির সঙ্গে মানিয়ে নিলেও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা ভয়ঙ্কর বলে মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা তুলে ধরেন মেসি।

বার্সেলোনা তারকা বলেন, ‘ভক্তদের ছাড়া খেলাটা খুবই ভয়ঙ্কর। এটা ভালো অনুভূতি নয়। স্টেডিয়ামে কাউকে না দেখে খেলা অনেকটা অনুশীলনের মতো হয়ে যায়। শুরুতে ম্যাচে আসতে অনেক বেশি সময় লাগে। এজন্য আমরা এমন ম্যাচ দেখি। এ কারণে যার বিপক্ষেই খেলেন না কেন জয়ী হওয়া খুব কঠিন।’

করোনাভাইরাস ফুটবলে অনেক পরিবর্তন এনেছে বলে মনে করেন মেসি। তবে স্টেডিয়ামে আবারও দর্শকদের দেখতে মুখিয়ে আর্জেন্টাইন তারকা, ‘মহামারি ফুটবলকে অনেক পরিবর্তন করেছে এবং খুব খারাপ করেছে। আমরা এটি ম্যাচে দেখে আসছি। আশা করি এত কিছুর পরেও আমরা সমর্থকদের স্টেডিয়ামগুলোতে আবারও দেখতে পাব এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব।’

এবারও পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই পুরস্কার পান তিনি। এই নিয়ে রেকর্ড সপ্তমবার এই পুরস্কার জিতলেন তিনি। তবে এবার তাঁর চাওয়া, লা লিগার শিরোপা জেতা। তাই সেদিকেই মনোযোগ দিচ্ছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

এ ব্যাপারে মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভাবিনি যে আমি এতগুলো (পিচিচি) জিতব। এটা খুবই আনন্দদায়ক অনুভূতি। সামনে জিতব কি না, আমি জানি না। আমি এ ব্যাপারে ভাবছিও না। এটা আমাকে চিন্তায় ফেলে না। আমি এর চেয়ে বেশি চাই লা লিগা শিরোপা জিততে। পিচিচির চেয়ে গত মৌসুমে আমরা যা জিততে পারিনি তা জিততে চাই। আমরা এর জন্য লড়াই করব।’

‘আমরা সবসময় সবকিছু জেতার চেষ্টা করি। যেমনটি এই ক্লাবের ক্ষেত্রে সর্বদা হয়। আমরা অল্প অল্প করে উন্নতি করছি। এটি সত্যি যে লা লিগায় ফিরতে কিছুটা সময় লেগেছে। আমাদের এত পয়েন্ট হারানো উচিত হয়নি’, যোগ করেন মেসি।