স্টোকসকে অধিনায়ক দেখতে চান না পিটারসেন
করোনার প্রকোপের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে নাও থাকতে পারেন ইংলিশ অধিনায়ক জো রুট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিতে পারেন তিনি।
প্রথম টেস্টে রুটের পরিবর্তে দলটিকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে আছেন অলরাউন্ডার বেন স্টোকস। কিন্তু এ নিয়ে ভিন্নমত দিয়েছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার কেভিন পিটারসেন। তাঁর মতে, নতুন দায়িত্ব নিলে চাপে পড়ে যেতে পারেন স্টোকস। তাই স্টোকস নয় তাঁর বদলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারকে অধিনায়ক হিসেবে দেখতে চান পিটারসেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম টকস্পোর্টসকে পিটারসেন বলেন, 'আমি জস বাটলারকে অধিনায়ক হিসেবে বেছে নেব। বেন স্টোকস এখন যেমন, ও যে মানের খেলোয়াড়- আমি চাইব না তার পরিবর্তন হোক। দায়িত্ব, যোগাযোগে, ড্রেসিং রুমে চলাফেরা সব বদলে যাবে। এটা খুবই কঠিন জায়গা (অধিনায়কত্ব)। আমি অধিনায়কত্ব নিয়ে ভুগেছি। এটাকে আমি খুবই অপছন্দ করি এবং আমি অধিনায়ক হিসাবে ছিলাম জঘন্য।'
অধিনায়ক হিসেবে স্টোকসকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরেক সাবেক ইংলিশ তারকা ডেভিড গাওয়ারও। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি বেন স্টোকসকে উদাহরণ হিসেবে দেখতে পছন্দ করব। সে তার কাজ যথাযথভাবে করে এবং কঠোর অনুশীলন করে। সে দারুণ উদ্যমী ক্রিকেটার। তাঁর সঙ্গে ইয়ান বোথামের সঙ্গে তুলনাটা অবধারিত, সেও ছিল একই রকমের। তার মাঠে থাকা মানেই ছিল নেতৃত্ব দেওয়া, উপস্থিতিই ছিল প্রেরণাদায়ী। নেতৃত্বের ভারে সেটি হারিয়ে যাবে কি না, কেবল বেনই তা বলতে পারবে। আমি নিশ্চিত, সে আগ্রহ নিয়েই করবে। আমার স্রেফ চাওয়া, নেতৃত্বের খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে অন্য কেউ ভাবুক।'