স্থগিত এএফসি কাপ, যাওয়া হচ্ছে না বসুন্ধরা কিংসের

Looks like you've blocked notifications!
বন্ধ হয়ে গেল এএফসি কাপ। ছবি : সংগৃহীত

এএফসি কাপে খেলতে ঢাকা ছাড়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। সব প্রস্তুতিও শেষ। এমন সময় হঠাৎ করে আসল দুঃসংবাদ। বাংলাদেশসহ সাত দেশের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। স্থগিত হয়ে গেছে এএফসি কাপ। ফলে মালদ্বীপে আর যাওয়া হচ্ছে না বসুন্ধরা কিংসের।

আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপে হওয়ার কথা ছিল এএফসি কাপ-২০২১ এর গ্রুপ পর্বের খেলা। এর জন্য আজ রোববার সন্ধ্যা ৬টায় দেশ ছাড়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। সব গুছিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় এই দুঃসংবাদ পেল ক্লাবটি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভারতের অবস্থা নাজেহাল। প্রতিনি দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। ভারতীয় ভাইরাসের ভ্যারিয়েন্ট চলে এসেছে বাংলাদেশেও। গতকাল শনিবার বাংলাদেশের ছয়জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট মিলেছে। এর জেরেই বাংলাদেশসহ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে।

নিষেধাজ্ঞা দেওয়া বাকি দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

আসরে ‘ডি’ গ্রুপে আছে বসুন্ধরা কিংস। একই গ্রুপে আছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। তাদের সঙ্গী হবে বেঙ্গালুরু এফসি ও ঈগলস ম্যাচের জয়ী দল। ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার।