স্প্যানিশ কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

Looks like you've blocked notifications!
রিয়াল ও বিলবাওর মধ্যকার ম্যাচ। ছবি : সংগৃহীত

অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে নতুন বছরের প্রথম শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত জয়ে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধার করল স্প্যানিশ জায়ান্টরা।

 

সৌদি আরবের রিয়াদে গতকাল রোববার দিবাগত রাতে স্প্যানিশ কাপের ফাইনালে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দলের জয়ের ম্যাচে গোল করেছেন লুকা মদ্রিচ এবং ফরাসি তারকা করিম বেনজেমা।

এ নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল। তাদের চেয়ে বেশি ১৩ বার জিতেছে বার্সেলোনা।

গতকাল রাতে বল দখলে এগিয়ে থাকা রিয়াল মোট ১৩টি শট নেয়। যার চারটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। অন্যদিকে, সমান ১৩ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে বিলবাও। কিন্তু, দুটির একটিও লক্ষ্যে পাঠাতে পারেনি তারা।

ম্যাচের ৩৮ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন মদ্রিচ। সতীর্থের পাস পেয়ে ডান দিকে রদ্রিগোকে বল বাড়িয়ে সামনে এগিয়ে যান তিনি। পরে সুযোগ পেয়ে উঁচু শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার।

বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। স্পট কিকে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। দুই গোলের উচ্ছ্বাসে ট্রফি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।