স্বামী-সন্তানকে হারিয়ে দিশেহারা কোবের স্ত্রী
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কোবে ব্রায়ান্ট ও তাঁর কন্যা জিয়ানা। এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যুতে শোকে স্তব্ধ সারা পৃথিবী। তাঁর মৃত্যুর পর কেটে গেছে কয়েক দিন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মানসিক অবস্থার কথা জানালেন ব্রায়ান্টের স্ত্রী ভেনেসা।
গত সোমবারের এক দুর্ঘটনা ভেনেসার জীবন থেকে কেড়ে নেয় তাঁর স্বামী ও সন্তানকে। স্বামী ও কিশোরী কন্যাকে হারিয়ে একেবারেই বিপর্যস্ত বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ভেনেসা লিখেছেন, ‘কোবে ছিল আমার সন্তানদের অসাধারণ বাবা, আর আমার মিষ্টি সুন্দর মেয়ে জিয়ানা ছিল মানসিকভাবে উন্নত। আমি এ দুজনকে হারিয়ে একেবারেই বিপর্যস্ত। আর নাতালিয়া ও বিয়াঙ্কা যেন একেবারেই অসহায় হয়ে পড়েছে। এই খারাপ সময়ে যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’
শোকবার্তায় ভেনেসা আরো লিখেছেন, ‘যাঁরা দুর্ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কথা ভেবেও আমরা হতাশ। আমাদের অন্তরে যে যন্ত্রণা হচ্ছে, তা বর্ণনা করার মতো যথেষ্ট শব্দ আমাদের নেই। আমি জানি, কোবে আর গিগি জানত আমরা ওদের কতটা ভালোবাসি।’
ব্রায়ান্ট ছাড়াও হেলিকপ্টার দুর্ঘটনায় আরো আটজন নিহত হন। এর মধ্যে ছিলেন ব্রায়ান্টের ১৩ বছর বয়সী মেয়ে জিয়ানা মারি অনোরে ব্রায়ান্ট, বাস্কেটবল কোচ আলতোবেল্লি, তাঁর স্ত্রী কেরি, মেয়ে আলিসা।
বাস্কেটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন ব্রায়ান্ট। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ ও দুবার অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি।
২৪ বছর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে (এনবিএ) নাম লেখান সে সময়কার বাস্কেটবল খেলোয়াড় জো ব্রায়ান্টের ছেলে কোবে ব্রায়ান্ট। শার্লট হরনেটস ফ্র্যাঞ্চাইজির হয়ে যোগ দেন বিখ্যাত বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস লেকার্সে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ব্রায়ান্টের। গত দুই যুগ বাস্কেটবল জগৎ মাতান ফিলাডেলফিয়াতে জন্ম নেওয়া এই তারকা।
লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে টানা ২০ মৌসুম খেলেছেন ব্রায়ান্ট। ২০ মৌসুমের মধ্যে ১৮ বারই এনবিএর অলস্টার দলে জায়গা পেয়েছেন কিংবদন্তি এই বাস্কেটবল খেলোয়াড়। ২০০৮ সালে এনবিএর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তকমা পান তিনি। ২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান্ট। ২০১৫ সালে কোবের বাস্কেটবল ক্যারিয়ার নিয়ে লেখা হয় ‘ব্রায়ান্টের কবিতা’। যার অবলম্বনে বানানো স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন সিনেমা 'ডিয়ার বাস্কেটবল'। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ সিনেমাটি অস্কার পুরস্কার লাভ করে। ২০১৬ সালে দীর্ঘদিনের ক্যারিয়ারের ইতি টানেন কোবে ব্রায়ান্ট।