হারছে সিলেট, উড়ছে মাশরাফির ঢাকা

Looks like you've blocked notifications!

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল ঢাকা প্লাটুন। অবশ্য পরে টানা দুই জয়ে শুধু ঘুরে দাঁড়ায়নি মাশরাফি বিন মুর্তজার দল, এখন তারা রীতিমতো উড়ছে। চব্বিশ ঘণ্টা আগে কুমিল্লা ওয়্যারিয়র্সকে হারানোর পর আজ শনিবার সিলেট থান্ডারকেও উড়িয়ে দিল তামিম-মাশরাফির ঢাকা।

বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম ম্যাচে আজ সিলেটকে ২৪ রানে হারিয়েছে ঢাকা। চলমান আসরে  এই নিয়ে তিন ম্যাচ খেলে ফেলেছে সিলেট, কিন্তু জয়ের দেখা পায়নি একটিতেও। টানা পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দলটি।

অন্যদিকে সমান তিন ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে একটিতে হেরেছে ঢাকা প্লাটুন। সিলেটের পাশাপাশি এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রংপুর রেঞ্জার্সও। দুই ম্যাচ খেলে দুটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে রাজশাহী রয়্যালস।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেম নির্ধারিত ওভারে ১৫৮ রানে থামে সিলেট থান্ডার। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৪৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও দুই ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ চার্লস ১৯ রান করেন।

ঢাকার হয়ে চার ওভার বোল করে ২৯ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মাশরাফি। সমান দুটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ঢাকা প্লাটুন। শুরুর দিকে কিছুটা সাবধানী হলেও পরে প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন এনামুল। প্রথম পাওয়ার-প্লেতে দুজন মিলে তোলেন ৪৪ রান। এরমধ্যে ৩৩ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করেন এনামুল।

দারুণ ছন্দে ছুটতে থাকা ঢাকার ওপেনিং জুটি ভাঙে দশম ওভারে। ৩৮ রানে সাজঘরে ফেরেন তামিম, ভাঙে ৮৫ রানের ওপেনিং জুটি। তামিমের ফেরার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি এনামুলও। ১৪তম ওভারে এই ওপেনারকে থামান দেলোয়ার হোসেন। ফেরার আগে আট চার ও এক ছক্কায় ৪২ বলে ৬২ রান করেন তিনি।

দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়েও চাপে পড়েনি ঢাকা প্লাটুন। তৃতীয় ওভারে জাকের আলীকে নিয়ে দলকে এগিয়ে নেন লরি ইভান্স। ১৭ ওভারে এই জুটি ভাঙেন নাঈম হাসান। পরের ওভারে ফিরে যান ইভান্সও। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।  

চলতি সিরিজে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে সিলেট। কিন্তু জয়ের দেখা পায়নি একটিতেও। টানা পরাজয়ে জয়ের খোঁজে আছে দলটি। সিলেটের পাশাপাশি এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি রংপুর রেঞ্জার্সও। দুই ম্যাচ খেলে দুটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রাজশাহী রয়্যালস।