হার দিয়ে শেষ বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ অভিযান
শেষ ভালো যার, সব ভালো তার—বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অন্তত এ কথার প্রতিফলন করতে চেয়েছিল বাংলাদেশ নারী দল। কিন্তু, নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষটা ভালো করতে পারলেন না বাংলাদেশের মেয়েরা। বরং বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে হেরেছে ১০০ রানের বড় ব্যবধানে। ইংল্যান্ডের কাছে হার দিয়ে শেষ হলো মেয়েদের বিশ্বকাপ অভিযান।
শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যান সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে বহুগুণ এগিয়ে ইংল্যান্ড নারী দল। মাঠেও দেখা গেল সে প্রতিফলন। বাংলাদেশের মেয়েদের পাত্তাই দিল না ইংল্যান্ডের মেয়েরা। বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করলেন ইংলিশ মেয়েরা।
আজ রোববার ওয়েলিংটনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকটে ২৩৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড নারী দল। তাদের টপ অর্ডারকে ভালো করতে দেননি বাংলাদেশে বোলারেরা। তবে, মিডল অর্ডাররা ঠিকই রানের ভিত গড়ে নিয়েছেন। সর্বোচ্চ ৭২ বলে ৮ চারে ৬৭ রান করে ডাঙ্কলি। ৪০ রান করেছেন সিভার।
জবাব দিতে নেমে প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। বরাবরের মতো ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ শেষ পর্যন্ত থেমে যায় ১৩৪ রানে। ৪৫ বলে সর্বোচ্চ ৩০ রান করেছেন লতা মণ্ডল। বাকিরা কেউ ৩০ এর ঘর স্পর্শ করতে পারেননি। সমান ২৩ রান করেছেন শামীমা সুলতানা ও শারমিন আক্তার। ২২ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা।
এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে বেশির ভাগ ব্যাটিংয়ের জন্য ডুবেছে বাংলাদেশ। তবে, বোলিং মোটামুটি সব ম্যাচেই ভালো কেটেছে রুমানা-ফাহিমাদের।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫০ ওভারে ২৩৪/৬ (বিউমন্ট ৩৩, ওয়াট ৬, নাইট ৬, সিভার ৪০, জোন্স ৩১, ডাঙ্কলি ৬৭, ব্রান্ট ২৪*, এক্লেস্টোন ১৭*; জাহানারা ৮-০-৩৯-১, সালমা ১০-০-৪৬-২, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-১-৩৬-১, ফাহিমা ৪-০-২৪-১, রুমানা ৩-০-১৩-০, লতা ৬-০-৩২-১)।
বাংলাদেশ : ৪৮ ওভারে ১৩৪ (শামিমা ২৩, শারমিন ২৩, ফারজানা ১১, নিগার ২২, রুমানা ৬, লতা ৩০, সালমা ২, রিতু ১১, নাহিদা ০, ফাহিমা ০, জাহানারা ৩*; ব্রান্ট ৫-৩-৭-০, সিভার ৪-১-১৩-০, এক্লেস্টোন ১০-৪-১৫-৩, ক্রস ৫-০-১৮-০, ডিন ৯-০-৩১-৩, ডেভিস ১০-০-৩৬-২, নাইট ৫-০-১৪-১)।
ফল : ১০০ রানে জয়ী ইংল্যান্ড নারী দল।
প্লেয়ার অব দ্য ম্যাচ : সোফিয়া ডাঙ্কলি।