হাসপাতাল থেকে ছাড়া পেলেন ম্যারাডোনা
মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। আট দিন হাসপাতালে কাটানোর পর এখন তিনি গেছেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে।
স্কাই নিউজের খবরে জানা গেছে, বুয়েন্স আয়ার্সের অলিভোস হাসপাতাল ছাড়ার সময় সমর্থকরা প্রিয় তারকাকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন। এ সময় হাসপাতালের বাইরে সমর্থক ছাড়াও সংবাদকর্মীরা ভিড় করেন।
সমর্থকদের ভিড়ে একটি ব্যানার সবার নজরে আসে যেখানে লেখা ছিল, ‘চিরন্তন ধন্যবাদ’।
ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক সাংবাদিকদের বলেন, ‘আগামী কয়েকদিন ম্যারাডোনাকে বুয়েন্স আয়ার্সের ৩০ কিলোমিটার উত্তরে টিগ্রেতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।’
এর আগে লুক ইন্সটাগ্রামে ম্যারাডোনাকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে হাসতে থাকা ম্যারাডোনার মাথার একপাশে ব্যান্ডেজ দেখা গেছে।