২২০১ কোটি টাকা ক্ষতির সামনে ইসিবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/16/ecb-office-_800x600.jpg)
নভেল করোনাভাইরাসের কবলে বিধ্বস্ত মানুষের জীবন। বদলেছে জীবনযাত্রা। বদলে গেছে ক্রিকেট বিশ্বও। এ পরিস্থিতে শুধু ইংল্যান্ড ছাড়া সব দেশই এখনো ক্রিকেটহীন। তবুও প্রায় ২০ কোটি পাউন্ড ক্ষতির মুখে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দুই হাজার ২০১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।
এই ক্ষতি সামাল দিতে ৬২ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি জানিয়েছে, ঠিক কতটা আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসিবি।
এক বিবৃতিতে ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, ‘আধুনিককালে ক্রিকেট সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসিবির আর্থিক বিষয়াদি টেকসই করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
এর একটি পদক্ষেপ হিসেবে ২০ শতাংশ জনবল ছাঁটাই করবে ইসিবি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই ২০ শতাংশ হবে ৬২জন কর্মী। এ ছাড়াও কিছু পদের ভূমিকা আরো নমনীয় করা হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এর মধ্যেই আমাদের ১০০ মিলিয়ন পাউন্ড লোকসান হয়েছে। আগামী বছরেও এ ধারাবাহিকতা বজায় থাকলে সেটা ২০০ মিলিয়ন পাউন্ড হয়ে যাবে; সবার ধারণা এমনটাই ঘটবে।’
যদিও গত মে মাসে এই সংখ্যা ৩০ কোটি পাউন্ডের বেশি ভেবেছিলেন হ্যারিসন। তবে বায়ো সিকিউর পরিবেশে খেলা ফেরায় কিছুটা ক্ষতি সামাল দিতে পেরেছে ইসিবি।
হ্যারিসনের আরো বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে আমরা ইসিবির অবকাঠামো ও তহবিল মূল্যায়ন করেছি। লক্ষ্য অপরিবর্তিত রেখে তহবিল কমানোর চেষ্টা করছি আমরা। আর এ প্রস্তাবের মধ্যে রয়েছে ২০ শতাংশ জনবল কমানো, যার অধীনে ৬২ কর্মী ছাঁটাই করা হবে। এই নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষার জন্য এসব সিদ্ধান্ত নিয়ে ব্যয় কমাতে হচ্ছে।’