৩ ওভারে ৫ উইকেট নিয়ে বার্লের বিশ্বরেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ের মূল কারিগর হলেন জিম্বাবুয়ের লেগ স্পিনার রায়ার্ন বার্ল। যিনি মাত্র ৩ ওভারে ৫ উইকেট নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের এটিউ প্রথম জয়।
টাউন্সভিলে জিম্বাবুয়ের হয়ে বল হাতে চমকটা বেশি দেখিয়েছেন পার্ট টাইম লেগ স্পিনার রায়ার্ন বার্ল। নিজের জ্বলে ওঠার দিনে স্রেফ ৩ ওভারে মাত্র ১০ রান খরচায় তিনি তুলে নেন ৫ উইকেট। যেটা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচে সবচেয়ে কম ওভার বোলিং করে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
এতদিন ওয়ানডেতে সবচেয়ে কম ওভার বোলিংয়ে ৫ উইকেটের রেকর্ডটি ছিল কোর্টনি ওয়ালশের দখলে। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শারজাহতে তিনি ৫ উইকেট নিয়েছিলেন ৪.৩ ওভারে। আর বার্ল ৫ উইকেট নিয়েছেন ৩ ওভারে।
আজ শনিবার ম্যাচটিতে জিম্বাবুয়ের সামনে ক্রিকেটের শক্তিশালী দল অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৪১ রানে। দলের হয়ে এক ওয়ার্নার ছাড়া কেউই ব্যাট হাতে থিতু হতে পারেননি। ৯৬ বলে তিনিই শুধুমাত্র ৯৪ রান করেন। বাকিরা শুধু মেতেছিলেন যাওয়া-আসার মিছিলে। এর মধ্যে শুধু ম্যাক্সওয়েল ১৯ রান করেছিলেন। বাকিরা কেউ ১০-এর ঘর পার করতে পারেননি।
রান তাড়া করতে নেমে ৬৬ বল হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক রেজিস চাকাভা। ৩৫ রান করেন মারুমানি। ১৯ রান আসে কাইতানোর ব্যাট থেকে। ১০ রানে ৫ উইকেট নেওয়া বার্ল হয়েছেন ম্যাচ সেরা।