৪১ রানও করতে পারল না বাংলাদেশের মেয়েরা
বৃষ্টি আইনে খুব সহজ সমীকরণ পড়ে বাংলাদেশের সামনে। জিততে হলে মাত্র ৪১ রান করতে হতো বাংলাদেশের মেয়েদের। নির্ধারণ করা হয়েছিল ৭ ওভার। মানে ৪২ বলে ৪১ রান নিতে হতো। কিন্তু এই সহজ সমীকরণও মেলাতে পারল না বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার মেয়েদের কাছে ব্যাটিং বিপর্যয়ে বিব্রতকরভাবে হারল নিগার সুলতানার দল।
সিলেটে আজ সোমবার শ্রীলঙ্কার মেয়েদের কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হতো বাংলাদেশের মেয়েদের। কিন্তু সেই আশা পূরণ হলো না। ফলে সেমিফাইনালে যাওয়ার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল বাংলাদেশ।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার উইকেটে টিকে থাকতে পারেনি শ্রীলঙ্কা। ১৮.১ ওভারে ৮৩ রান সংগ্রহ করার পরই সিলেটে হানা দেয় বৃষ্টি। এর পর আর ব্যাটিংয়ে নামেনি লঙ্কানরা।
পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য পড়ে ৪১ রানের। কিন্তু নির্ধারিত ৭ ওভার শেষে এই রান তাড়ায় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল করে মাত্র ৩৭ রান।
শেষ ২ ওভারে বাংলাদেশের ১৪ রান দরকার ছিল। কিন্তু ওই ষষ্ঠ ওভারেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। এর পর শেষ ওভারে দরকার ছিল ১১ রান। সালমা খাতুন ও রিতু মনি ছিলেন ক্রিজে। তারাও পেরে ওঠেননি। বরং পঞ্চম বলে রান আউট হন সালমা (২)। শেষ বলে দরকার ছিল ৬ রান। ওয়াইড দিলে প্রয়োজন দাঁড়ায় ৫ রানের, চার মারলেই স্কোরে সমতা হতো। রিতু নেন একটি রান। সেই সঙ্গে ম্যাচ থেকেও হেরে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৮.১ ওভারে ৮৩/৫ (হার্শিথা ১৮, আতাপাত্তু ১, আনুশকা ৮, হাসিনি ১১, নিলাকাশি ২৮*, কাভিশা ১১, ওশাদি ১*, সালমা ৩-০-৯-০, জাহানারা ৩.১-০-১৭-১, সোহেলি ২-০-৯-০, মেঘলা ৪-০-১৩-১, রুমানা ৩-০-১৪-২, ফাহিমা ৩-০-১৬-১)
বাংলাদেশ (লক্ষ্য ৭ ওভারে ৪১): ৭ ওভারে ৩৭/৭ (ফারজানা ৬, মুর্শিদা ১, নিগার ১২, রুমানা ৮, সোবহানা ১, রিতু ৩*, ফাহিমা ১, সালমা ২, জাহানারা ০*; সুগান্দিকা ২-০-৯-০, ওশাদি ২-০-১৩-১, ইনোকা ২-০-৭-৪, কাভিশা ১-০-৬-০)।
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।