৭০০ গোলের ক্লাবে মেসি

Looks like you've blocked notifications!

গত ১৬ জুন লেগানেসের বিপক্ষে ৬৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি। এর পর একে একে কেটে গেল তিনটি ম্যাচ। সেভিয়া, বিলবাও কিংবা সেল্টা ভিগো—কোনো দলের বিপক্ষেই জালের দেখা পাননি তিনি। অবশেষে মেসির অপেক্ষার প্রহর শেষ হলো। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

গতকাল মঙ্গলবার অ্যাথলেটিকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জালের দেখা পান মেসি। নেলসন সেমেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল ঠিকানায় পাঠিয়ে ৭০০তম গোল আদায় করে নেন মেসি।  

সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৭২৪ ম্যাচ খেলা মেসির ৬৩০তম গোল এটি। এ ছাড়া জাতীয় দলের জার্সিতে করেছেন আরো ৭০টি গোল।

বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে ৭০০ গোল করা দ্বিতীয় খেলোয়াড় হলেন মেসি। এ ছাড়া বর্তমানে খেলা আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন ৭০০ গোলের ক্লাবে।

অবশ্য ৭০০ ছুঁলেও সর্বোচ্চ গোলদাতাকে স্পর্শ করতে আরো একটি গোলের সেঞ্চুরি করতে হবে মেসিকে। প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ৮০৫ গোলের মালিক হলেন চেক-অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের।

এ ছাড়া পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যায় মেসির সামনে রয়েছে ব্রাজিলিয়ান রোমারিও (৭৭২), ব্রাজিল কিংবদন্তি পেলে (৭৬৭), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), জার্মান কিংবদন্তি গার্ড মুলার (৭৩৫) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (৭২৯)।