নতুন বছরের শুরুতেই হার বার্সেলোনার

Looks like you've blocked notifications!

পুরোপুরি ভিন্নভাবে নতুন বছর শুরু করল স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে শুরু করেছে রিয়াল। আর বার্সেলোনা ২-১ গোলে হেরে গেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। শেষ ১০ মিনিট নয়জনের দলের বিপক্ষে খেললেও প্রতিপক্ষের সেই দুর্বলতার সুযোগ কাজে লাগাতে পারেনি গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা।

নিজেদের মাঠে শুরু থেকেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ের ফুটবলাররা। প্রথমার্ধেই তারা এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। ২৫ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়িয়েছিলেন অ্যাথলেটিকের স্প্যানিশ স্ট্রাইকার আরিটজ অদ্রিচ। তিন মিনিট পর আরো একটি গোল হজম করতে হয় বার্সাকে। এবার গোল করেন তরুণ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস।

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা চালায় বার্সেলোনা। ৫২ মিনিটে ফ্রিকিক থেকে একটি গোল শোধও করে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সার আরেক তারকা নেইমারকে বাজেভাবে ফাউলের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিলবাওয়ের দুই খেলোয়াড় ইটুরাপসে ও রাউল গার্সিয়াকে। ৮০ মিনিটের পর থেকে বিলবাও খেলেছে নয়জনের দল নিয়ে।

তবে শেষ মুহূর্তের এই সুবিধা কাজে লাগিয়েও গোল করতে পারেনি কাতালানরা। এ জন্য অবশ্য ভাগ্যকেও দুষতে পারেন বার্সা সমর্থকরা। ম্যাচের একেবারে শেষপর্যায়ে মেসির একটি শট যে ফিরে এসেছিল গোলপোস্টে লেগে। বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালে অন্তত হারের লজ্জাটা এড়াতে পারত বার্সা।

আগামী বুধবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বার্সাকে খেলতে হবে দ্বিতীয় লেগের ম্যাচ, যেখানে অন্তত ১-০ গোলের ব্যবধানে জিততেই হবে মেসি-নেইমারদের।