চতুর্থ রাউন্ডে জোকোভিচ-নাদাল-সেরেনা
ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে অঘটনের শিকার হতে হয়নি কোনো তারকাকে। রজার ফেদেরার, মারিয়া শারাপোভার পর চতুর্থ রাউন্ডের টিকেট পেয়ে গেছেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস।
বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ সহজ জয় পেয়েছেন ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান থানাসি কোক্কিনাকিসের বিপক্ষে। ফল : ৬-৪, ৬-৪, ৬-৪। ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন নাদালও জিতেছেন সরাসরি সেটে। রাশিয়ার আন্দ্রেই কুজনেৎসভকে তিনি হারিয়েছেন ৬-১, ৬-৩, ৬-২ গেমে।
সেরেনা অবশ্য সহজে জিততে পারেননি। মহিলা টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়ের প্রতিপক্ষও ছিলেন শক্তিশালী, দুবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম সেট ৩-৬ গেমে হেরে শঙ্কায় পড়ে গেলেও পরের দুই সেট ৬-৪, ৬-২ গেমে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছেন মার্কিন তারকা সেরেনা।
চতুর্থ রাউন্ডে সেরেনা খেলবেন স্বদেশী স্লোন স্টিভেনসের বিপক্ষে। নাদালের প্রতিপক্ষ আরেক মার্কিন জ্যাক সক। জোকোভিচ মুখোমুখি হবেন ফ্রান্সের রিশা গ্যাসকের।