রুনির রেকর্ডে আগ্রহ নেই মরিনিয়োর
দারুণ একটা রেকর্ড গড়ে ফেললেন ওয়েইন রুনি। ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ববি চার্লটনকে ছাড়িয়ে তিনিই এখন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এ নিয়ে অনেকেরই প্রশংসায় ভাসছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। তবে রুনির এই রেকর্ড নিয়ে কোনোই আগ্রহ নেই ম্যানইউর কোচ জোসে মরিনিয়োর। রুনির রেকর্ডের ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপেই পুড়ছেন পর্তুগিজ এই কোচ।
ম্যানইউর গত ম্যাচেই ববি চার্লটনের পাশে নাম লিখিয়েছিলেন রুনি। আর শনিবার স্টোক সিটির বিপক্ষে ম্যানইউর জার্সি গায়ে তিনি করেছেন ২৫০তম গোল। ছাড়িয়ে গেছেন চার্লটনকে। কিন্তু শেষ পর্যন্ত জয় না পাওয়ার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রুনিকে। স্টোক সিটির বিপক্ষে ম্যানইউ ড্র করেছে ১-১ গোলে। আর এখানেই কিছুটা অসন্তুষ্ট মরিনিয়ো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমরা অনেক ম্যাচে ড্র করেছি। আর কেন সেটা হয়েছে, তা আজকের ম্যাচের দিকে তাকালেই বুঝতে পারবেন। প্রতিপক্ষ দল একটা গোল করেছে নিজেরা কোনো গোলের সুযোগ তৈরি না করেই। আর আমাদের একটা গোলের দেখা পেতে তৈরি করতে হয়েছে ছয়-সাতটি সুযোগ। কাজেই এটা বেশ কঠিন ব্যাপার।’
তবে ম্যানইউকে যে হার নিয়ে মাঠ ছাড়তে হয়নি, সেটাও আসলে অনেক বড় ব্যাপার। ম্যাচের ১৯ মিনিটের মাথায় রেড ডেভিলরা পিছিয়ে পড়েছিল হুয়ান মাতার একটি আত্মঘাতী গোলের কারণে। ম্যাচের পুরো সময়টাই এই এক গোলে পিছিয়ে ছিল মরিনিয়োর দল। শেষ বাঁশি বাজার একেবারে আগমুহূর্তে দারুণ এক গোল করে দলকে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন রুনি। গড়েছেন নতুন রেকর্ড। তবে মরিনিয়ো এখন চাইছেন, রুনি যেন রেকর্ড গড়ার আত্মতৃপ্তিতে না ভুগে আবার হয়ে ওঠেন আগের মতো সাধারণ একজন খেলোয়াড়, ‘এটা একটা দারুণ অর্জন। কিন্তু রেকর্ড ভাঙার পর এখন আবার তাঁকে সাধারণ একজন খেলোয়াড় হয়ে যেতে হবে। দলের জন্য আরো অনেক গোল করার চেষ্টা করতে হবে।’
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে শিরোপা জয়ের আশা প্রায় শেষই হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ২২ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা চেলসি এগিয়ে আছে ১১ পয়েন্টের ব্যবধানে।