শারাপোভার নৈপুণ্যে শেষ চারে রাশিয়া

Looks like you've blocked notifications!
রাশিয়াকে ফেড কাপের সেমিফাইনালে পৌঁছে দিয়ে উচ্ছ্বসিত মারিয়া শারাপোভা। ছবি : রয়টার্স

ছোট বোন উরশুলা রাদভান্সকাকে হারিয়েছিলেন ৬-০, ৬-৩ গেমে। পরের দিন বড় বোন আগ্নিয়েস্কাকেও সরাসরি সেটে হারিয়ে রাশিয়াকে ফেড কাপের সেমিফাইনালে নিয়ে গেছেন মারিয়া শারাপোভা। খেলার ফল ৬-১, ৭-৫।

শনিবার পোল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার কাজ অনেকখানি এগিয়ে রেখেছিল রাশিয়া। রোববার শারাপোভার জয় দিয়ে মহিলা টেনিসের দলগত প্রতিযোগিতা ফেড কাপের শেষ চারে পা রেখেছে চারবারের শিরোপাজয়ীরা। 

আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে এটা শারাপোভার দ্বাদশ জয়। তবে এবারের জয় তার জন্য ‘বিশেষ কিছু’। ম্যাচ শেষে সেই কারণও জানালেন রুশ-সুন্দরী, ‘এই জয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলের হয়ে খেললে চাপ সব সময়ই বেশি থাকে।’ 

শারাপোভার জয়ের পর দ্বৈত ম্যাচেও জিতেছে রাশিয়া। আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা- ভিতালিয়া দিয়াতচেঙ্কো জুটি ৬-৪, ৬-৪ গেমে ক্লাউদিয়া ইয়ান্স ইগনাচিক-আলিৎসিয়া রোসোলস্কা জুটিকে হারিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে দিয়েছে রাশিয়াকে।